Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার এই ১০ অ্যাথলিট
তালিকায় সবার ওপরে থাকবেন অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অংশ নেবেন এই তরুণী। টোকিওতে প্রথম প্যারালিম্পিয়ান ভারতীয় অ্যাথলিট হিসেবে সোনা জিতেছিলেন অবণী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটোকিও প্যারালিম্পিক্স ও এশিয়ান গেমসে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন হরভিন্দার সিংহ। প্যারিসও ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে খেলতে দেখা যাবে হরবিন্দারকে।
টোকিওতে পুরুষদের ব্যাডমিন্টনে SH6 ইভেন্টে সোনা জিতেছিলেন কৃষ্ণ নাগার। প্যারিসও পদক জয়ের অন্যতম দাবিদার কৃষ্ণ।
সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন মানসী জোশীর দিকেও নজর থাকবে। প্যারিসে প্যারালিম্পিক্সেও পদকে জয়ের অন্যতম দাবিদার মানসী।
২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন মনদীপ কৌর। প্যারালিম্পিক্সেও পদক জয়ের দাবিদার এই তরুণী।
কিছুদিন আগে হওয়া শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতেছেন মোনা আগরওয়াল৫০ মি। ১০ মিটার এয়ার রাইফেল SH1 ক্যাটাগরিতে দেখা যাবে এই তরুণীকে।
৫০ মিটার পিস্তল SH1 ইভেন্টে টোকিওতে সোনা জিতেছিলেন। প্যারিস প্যারালিম্পিক্সেও সোনা জয়ের অন্যতম দাবিদার মণীশ।
এশিয়ান প্যারা গেমসে ব্যক্তিগত কম্পাউন্ড ওপেনে সোনা জিতেছিলেন। দলগত বিভাগেও সোনা জিতেছিলন। প্য়ারিসও নজর থাকবে শীতল দেবীর দিকে।
দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। টোকিও প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন সুমিত আন্টিল। প্যারিসও কি সোনা আনতে পারবেন?
এশিয়ান প্যারা গেমসে ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জিতেছিলেন। প্যারিসে এই ইভেন্টের সঙ্গে ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে অংশ নেবেন সুয়াশ যাদব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -