Live Health: লিভারের অসুখ সারাবে এই ডাল, আপনি পাতে রাখছেন তো?
ছবি সূত্র- পিক্সেলস। যেকোনও ধরনের ডাল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভাল। কারণ ডাল একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। ডালের মধ্যে অনেক প্রকারভেদ রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সূত্র- পিক্সেলস। অড়হর ডাল লিভারের স্বাস্থ্যের জন্য বেশ ভাল একটি খাবার। অড়হর ডালে প্রোটিনের পাশাপাশি রয়েছে আয়রন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়া ও পটাশিয়াম- এই চার ধরনের মিনারেলস অর্থাৎ খনিজ উপকরণ।
ছবি সূত্র- পিক্সেলস। শুধু যে লিভারের স্বাস্থ্যের জন্য এই ডাল ভাল তা কিন্তু নয়। অড়হর ডাল খেয়াল রাখে আমাদের হৃদযন্ত্রেরও। এছাড়াও যাঁদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে এবং উচ্চ রক্তচাপের অসুবিধা দেখা যায় শরীরে, তাঁরা অড়হর ডাল খেতে পারেন। উপকার পাবেন অবশ্যই।
ছবি সূত্র- পিক্সেলস। লিভারের সমস্যা থাকলে আমাদের স্বাস্থ্যের অবনতি হয় বিভিন্ন ভাবে। বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দেখা যায়। সামান্য কিছু খেলেই অ্যাসিডিটি হয়ে যেতে পারে।
ছবি সূত্র- পিক্সেলস। এছাড়াও একটু গুরুপাক খেলে তা হজম হতে চায় না। গোলযোগ দেখা দেয় অন্ত্রেও।
ছবি সূত্র- পিক্সেলস। অড়হর ডালে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ যা প্রদাহজনিত সমস্যা কমায়। এছাড়াও এই ডালের মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-কারসিনোজেনিক, অ্যান্টি-ডায়াবেটিক উপকরণ এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। এইসব উপকরণ থাকার ফলে অড়হর ডাল খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার।
ছবি সূত্র- পিক্সেলস। প্রচুর পরিমাণে ভিটামিনও রয়েছে অড়হর ডালের মধ্যে। থিয়ামিন (বি১), রাইবোফ্ল্যাভিন (বি২), নিয়াসিন (বি৩), প্যান্টোথেনিক অ্যাসিড (বি৫), ভিটামিন বি৬, ফোলেট (বি৯), ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে রয়েছে এই ডালে।
ছবি সূত্র- পিক্সেলস। এছাড়াও অড়হর ডালে রয়েছে ম্যাঙ্গানিজ, ফসফরাস, সোডিয়াম এবং জিঙ্ক- এইসব মিনারেলস অর্থাৎ খনিজ উপকরণ। এগুলি সবই লিভারের স্বাস্থ্যের পক্ষে ভাল।
ছবি সূত্র- পিক্সেলস। ওজন কমাতে সাহায্য করে এই ডাল। তাই যাঁরা ডায়েট করছেন তাঁরা অড়হর ডাল খেতে পারেন। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সংক্রমণ এবং রোগ এড়াতে সাহায্য করে।
ছবি সূত্র- পিক্সেলস। অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতার সমস্যাও কমায়। আমাদের শরীরে এনার্জির জোগান দেয় এই ডাল। সারা শরীরে সঠিক ভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে অড়হর ডাল। হাইপারটেনশনের সমস্যা কমাতে কাজে লাগে এই ডাল। এই ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে অড়হর ডাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -