Pink Ball Cricket: আইপিএল মরসুমে কলকাতায় মহিলাদের গোলাপি বলে ক্রিকেট
আইপিএল চলছে। ক্রিকেট উন্মাদনায় কাঁপছে গোটা দেশ। তারই মাঝে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল কলকাতায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল বাঘা যতীন তরুণ সংঘ।
টুর্নামেন্টের বিশেষত্ব হল, খেলা হয়েছে গোলাপি বলে।
ফাইনালে মুখোমুখি হয়েছিল প্রতীক সংঘ ও আদিত্য স্কুল।
প্রথমে ব্যাট করে প্রতীক সংঘ নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১১৬/৬।
প্রতীক সংঘের সর্বোচ্চ স্কোরার প্রিয়ঙ্কা গোলদার (৩০)। রাধিকা সোনার ও অঙ্কিতা বর্মন, দুজনই ২৪ রান করে করেন। শৈলি যাদবের ১৯ রান।
আদিত্য স্কুলের বোলারদের মধ্যে সোনালি মণ্ডল ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আদিত্য স্কুল।
রিয়া গোস্বামী ২১ রান করেন। ২৬ বলে অপরাজিত ৪৮ রান করেন সুজাতা দে। ১৯ বলে ২১ রান সোনালির। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তিনিই ম্যাচের সেরা হয়েছেন।
পুরস্কার দেওয়ার জন্য হাজির ছিলেন মহিলাদের ক্রিকেটে বিশ্বরেকর্ডের মালকিন ঝুলন গোস্বামী, প্রাক্তন ক্রিকেটার দেবাঙ্গ গাঁধী, শিবশঙ্কর পাল, জাতীয় মহিলা দলের উইকেটকিপার রিচা ঘোষ, চরণজিৎ সিংহরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -