Praggnanandhaa: কিংবদন্তি ফিশার-কার্লসেনের পর তৃতীয় কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে এই নজির প্রজ্ঞাননন্দের
বৃহস্পতিবার সকাল থেকে সমস্ত ভারতীয়র নজর ছিল আজেরবাইজানের বাকুতে। যেখানে দাবা বিশ্বকাপের ফাইনালে খেতাবি লড়াইয়ে নেমেছিলেন আর প্রজ্ঞাননন্দ (Praggnanandhaa)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিপক্ষ ছিলেন ম্যাগনাস কার্লসেন। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও হার স্বীকার করতে হল চেন্নাইয়ের বিস্ময় দাবাড়ুকে। চ্যাম্পিয়ন হলেন কার্লসেন। রানার আপ প্রজ্ঞাননন্দ।
তবে এই ফলের পর ২০২৪ সালে ক্যান্ডিডেটস টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করলেন প্রজ্ঞাননন্দ। কানাডায় হবে যে টুর্নামেন্ট।
কিংবদন্তি ববি ফিশার (Bobby Fischer) ও কার্লসেনের (Magnus Carlsen) পর তৃতীয় কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করলেন প্রজ্ঞাননন্দ।
বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপের ফাইনালে খেললেন প্রজ্ঞাননন্দ।
বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কার্লসেন পেলেন ১ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার মূল্য। ভারতীয় মুদ্রায় প্রায় ৯১ লক্ষ টাকা।
রানার আপ হয়ে প্রজ্ঞাননন্দ পেলেন ৮০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭ লক্ষ টাকা।
ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)। নরওয়ের দাবাড়ুর অভিজ্ঞতার কাছে পরাজয় স্বীকার করতে হল চেন্নাইয়ের গ্র্যান্ডমাস্টারকে।
যদিও প্রজ্ঞাননন্দের লড়াইকে কুর্নিশ করছে দাবার দুনিয়া। ফাইনালে তিনি হারলেও, প্রবল চাপে রেখেছিলেন কিংবদন্তি কার্লসেনকে।
বৃহস্পতিবার অবশ্য ব়্যাপিড পর্বে প্রথম রাউন্ডে হেরে যান প্রজ্ঞাননন্দ। দ্বিতীয় ব়্যাপিড গেমে জিততেই হতো তাঁকে। কিন্তু সেই গেম ড্র করেন প্রজ্ঞাননন্দ। ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট উঠল কার্লসেনের মাথায়। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -