Chess Olympiad Winner: চেস অলিম্পিয়াড চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, বৈশালীদের সঙ্গে দেখা করলেন মোদি, খেললেন দাবাও
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আসা রোহিতরা তো ছিলেনই এমনকী নীরজ, অবনীদের সঙ্গেও অলিম্পিক্স ও প্যারালিম্পিক্সের পর দেখা করেছিলেন তিনি। এবার ফের নরেন্দ্র মোদি দেখা করলেন দেশের নাম উজ্জ্বল করা চেস অলিম্পিয়াড চ্যাম্পিয়নদের সঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার দিল্লিতে নিজের বাসভবনে চেস অলিম্পিয়াডজয়ী ভারতের পুরুষ ও মহিলা দাবা দলের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
চেস অলিম্পিয়াড চ্যাম্পিয়ন পুরুষ দলে ছিলেন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাতি ও পেন্টালা হরিকৃষ্ণ। মহিলা দলে ছিলেন হরিকা দ্রোণাভাল্লি, আর বৈশালী, দিব্যা দেশমুখ, বন্তিকা আগরওয়াল ও তানিয়া সচদেভ।
মোদি নিজের সোশ্য়াল মিডিয়ায় লিখেছিলেন, ''ভারতের জন্য ঐতিহাসিক জয় কারণ আমাদের দাবা দল ৪৫তম ফিড দাবা অলিম্পিয়াডে জয়ী হয়েছে। ভারত দাবা অলিম্পিয়াডে ওপেন এবং মহিলা উভয় বিভাগেই সোনা জিতেছে! আমাদের অবিশ্বাস্য পুরুষ ও মহিলা দাবা দলকে অভিনন্দন।''
তিনি আরও লিখেছিলেন, ''এই অসাধারণ কৃতিত্ব ভারতের খেলাধুলার গতিপথে একটি নতুন অধ্যায় চিহ্নিত করে। এই সাফল্য দাবা উত্সাহীদের প্রজন্মের জন্য অনুপ্রাণিত করবে।''
চেস অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ডে স্লোভেনিয়াকে হারিয়ে শীর্ষে উঠে যায় ভারতীয় পুরুষ দল। রমেশবাবু প্রজ্ঞানন্দ, ডি গুকেশ ও অর্জুন এরিগাইসি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভারতের জয়ে।
মহিলাদের চেস অলিম্পিয়াডের ফাইনালে আজারবাইজানকে হারিয়ে সোনা নিশ্চিত করেন ভারতের মহিলা দাবাড়ুরা।
এর আগে ২০১৪ এবং ২০২২ সালের চেস অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় পুুরুষ দল। মহিলারা শেষবার ২০২২ সালে ব্রোঞ্জ জিতেছিল। সেক্ষেত্রে সোনা জয় প্রথমবারই।
এদিন নিজের বাসভবনে বিজয়ীদের সঙ্গে দেখা করাই শুধু নয়। অর্জুন এরিগাইসি ও রমেশবাবু প্রজ্ঞানন্দর সঙ্গে দাবাও খেলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -