PV Sindhu: দু বছর পর ট্রফির মুখ দেখলেন, সৈয়দ মোদি ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন সিন্ধু
সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেতাব জিতলেন পিভি সিন্ধু। ২০২২ সালের জুলাইয়ের পর ফের কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন হায়দরাবাদি শাটলার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিনের প্রতিদ্বন্দী ইউ লিওকে ২১-১৪, ২১-১৬ ব্যবধানে হারিয়ে দেন সিন্ধু। বিশ্বের ১৯ নম্বর তারকার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে কোনও কষ্টই করতে হয়নি সিন্ধুকে।
এই টুর্নামেন্টে ২০১৭ সালে ও ২০২২ সালে জিতেছিলেন সিন্ধু। তৃতীয়বারের মত এবার ফের সৈয়দ মোদি টুর্নামেন্টে জয় ছিনিয়ে নিলেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী শাটলার।
২০২২ সালে সিঙ্গাপুর ওপেনে জয়ের পর থেকে আর কোনও টুর্নামেন্টে খেতাব জিততে পারেননি। চোট বারবার তাঁর কেরিয়ারে গত কয়েক বছর থাবা বসিয়েছে।
চলতি বছরে জানুয়ারিতে কোর্টে ফেরার পর মালয়েশিয়ান মাস্টার্সের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। যদিও চ্যাম্পিয়ন হতে পারেননি।
অলিম্পিক্সে জোড়া পদক এসেছিল সিন্ধুর। রিওতে পদক জিতেছিলেন। টােকিও অলিম্পিক্সেও পদক জিতেছিলেন। কিন্তু প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় রাউন্ডেই বিদায় জানাতে হয়েছে তাঁকে।
এদিন খেতাব জয়ের পর সাফল্যের কথা নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে লিখেছেন সিন্ধু, ''২ বছর, ৪ মাস, ১৮ দিন পরে জয়। আমার টিমই আমার গর্ব।''
পুরুষদের সিঙ্গলস বিভাগে লক্ষ্য় সেন জিতেছেন। তৃষা জোলি- গায়ত্রী গোপীচাঁদ জুটি মহিলাদের ডাবলসে জিতেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -