Rafael Nadal: ২২ টি গ্র্যান্ডস্লাম ঝুলিতে, টেনিসে সর্বকালের সেরাদের একজন, নাদালের বর্ণময় কেরিয়ার একঝলকে
ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্পেন হেরে যাওয়ার পরই টেনিসকে বিদায় জানিয়েছেন রাফায়েল নাদাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের বর্ণময় কেরিয়ারে ২২ টি গ্র্যান্ডস্লাম জিতেছেন নাদাল। এরমধ্যে রেকর্ড ১৪ বার ফরাসি ওপেন জিতেছেন তিনি।
এছাড়াও নিজের কেরিয়ারে ২০০৯ ও ২০২২ সালে দুবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। ২০০৮ ও ২০১০ সালে উইম্বলডন জিতেছেন। চারবার যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন।
গ্র্য়ান্ডস্লাম ছাড়াও ৯২টি এটিপি ট্যুর লেভেল টাইটেল ও ৩৬টি এটিপি মাস্টার্স টাইটেল খেতাব জিতেছেন।
নাদাল তাঁর টেনিস কেরিয়ারে পুরুষদের ডাবলসে অলিম্পিক্সে সোনা জিতেছেন ২০১৬ রিওতে। জকোভিচ ও অগাসির সঙ্গে একই তালিকায় নাম লিখিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা।
নাদালের কেরিয়ারে প্রায় পুরো সময়টাই দুই তারকা টেনিস সুপারস্টারের সঙ্গে মহারণ ছিল। রজার ফেডেরার ও নোভাক জকোভিচ। ফেডেরার আগেই অবসর নিয়েছেন। যদিও জকােভিচ এখনও খেলা চালিয়ে যাচ্ছেন।
ফেডেরারের বিরুদ্ধে ২৪ টি ম্য়াচ জিতেছেন ও ১৬টি ম্য়াচ হেরেছেন। অন্য়দিকে জকোভিচের বিরুদ্ধে ৩১টি ম্য়াচ হেরেছেন ও ২৯টি ম্য়াচ জিতেছেন নাদাল।
ক্লে কোর্টের মাস্টার বলা হয়ে থাকে নাদালকে। তিনি লাল সুরকির কোর্টে মোট ৬৩টি ম্য়াচ জিতেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -