ভবিষ্যতের ধোনি এই ক্রিকেটার? কার কথা বলছেন রায়না?
অধিনায়ক হিসেবে রোহিত বেশ সাফল্য পেয়েছেন। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স রেকর্ড চারবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। এই হিসেবে আইপিএলে সবচেয়ে সফল অধিনায়ক রোহিত। ২০১৮-তে এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে সাফল্যের স্বাদ পেয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি, ভারতের মহিলা ক্রিকেটার জেমিমা রডরিগস ও পোডকাস্টার লিয়াম ফ্লিন্ট আয়োজিত সুপার ওভার পোডকাস্টে রায়না বলেছেন, রোহিত ভারতীয় দলের পরবর্তী ধোনি হতে পারে রোহিত। ওকে আমি দেখেছি। ও শান্ত, কথা শুনতে পছন্দ করে, খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চার করতে পারে। আর সবার ওপরে ও সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করে। অধিনায়ক যখন সামনে থেকে নেতৃত্ব দেয় ও ড্রেসিংরুমের পরিবেশকে মর্যাদা দেয়, তখন কাজটা অনেকটাই সারা হয়ে যায়।
রায়না বলেছেন, তিনি রোহিতকে দলকে পরিচালনা করতে ও ভারতের তরুণ প্লেয়ারদের আস্থা যোগাতে দেখেছেন।
বাঁহাতি ব্যাটসম্যান রায়না বলেছেন, ও সবাইকেই অধিনায়ক মনে করে।আমি ওকে দেখেছি, বাংলাদেশে যখন এশিয়া কাপ জিতি , তখন ওর নেতৃত্বে খেলেছি। দেখেছি, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহলের মতো তরুণ প্লেয়ারদের ও কীভাবে আত্মবিশ্বায় যোগায়। ওর আশেপাশের প্লেয়াররা তীব্রতাটা উপভোগ করে, ওর দাপটও উপভোগ করে। যখন কোনও প্লেয়ারের পরিমণ্ডল উপভোগ্য হয়, তখন খেলোয়াড়রা ইতিবাচক হয়ে ওঠে এবং আমার মনে হয়, ওর দক্ষতা এখানেই। এমএস ধোনির পর ও সফল। এমএসের থেকেও ও বেশিবার আইপিএল জিতেছে। কিন্তু আমার মনে হয়, ওরা দুজনে একই রকম। অধিনায়ক হিসেবে দুজনেই শুনতে পছন্দ করে। অধিনায়ক হিসেবে সহ খেলোয়াড়দের কথা শুনলে অনেক সমস্যার সমাধান করা হয়। খেলোয়াড়দের মানসিকতা সংক্রান্ত সমস্যার সমাধান করা যায়। তাই আমার মনে হয়, দুজনেই দুর্দান্ত।
ওপেনার রোহিত শর্মা ভারতীয় দলের পরবর্তী মহেন্দ্র সিংহ ধোনি। এমনটাই মনে করেন ভারতের সিনিয়র ক্রিকেটার সুরেশ রায়না। দুই প্লেয়ারের মিল উল্লেখ করে এ কথা জানিয়েছেন রায়না। তিনি রোহিত অধিনায়কত্বের দক্ষতার প্রশংসা করে বলেছেন, দুজনেই সহ খেলোয়াড়দের কথা শোনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -