ISL 2022-23: কৃষ্ণ থেকে স্টুয়ার্ট, এই মরসুমের সাড়া জাগানো ১০টি দলবদল
এফসি গোয়া থেকে মিডফিল্ড তারকা আলবার্তো নগুইরাকে সই করিয়েছে মুম্বই সিটি। মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করতে সিদ্ধহস্ত তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত মরসুমে ওড়িশাকে শিল্ড জেতানোর পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ অবদান ছিল গ্রেগ স্টুয়ার্টের। তাকে সই করিয়ে নিজেদের মনোভব স্পষ্ট করে দিয়েছে মুম্বই সিটি এফসি।
ফুলব্যাক বা উইঙ্গার, উভয় পজিশনেই খেলতে সক্ষম আশিক কুরুনিয়ান। এই তরুণ ভারতীয় তারকা এ মরসুমে বেঙ্গালুরুর বদলে এটিক মোহনবাগানের হয়ে মাঠ কাপাবেন।
গত মরসুমে হায়দরাবাদ এফসিকে চ্যাম্পিয়ন করে ভারতীয় দলেও ডাক পেয়েছিলেন আশিস রাই। সেই আশিস এ মরসুমে এটিকে মোহনবাগানের হয়ে খেলবেন।
ফরাসি তারকা পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবাকেও সই করিয়েছে সবুজ মেরুনই। রক্ষণের পাশাপাশি মাঝমাঠেও খেলতে পারদর্শী তিনি।
গত মরসুমের অন্যতম সেরা খেলোয়াড় আলভারো ভাজকুয়েজ যোগ দিয়েছেন এফসি গোয়ায়। ৮ গোল ও ২টি অ্যাসিস্ট প্রদান করে তিনি কেরালা ব্লাস্টার্সকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
সবুজ মেরুন জার্সিতে বহু স্মরণীয় মুহূর্ত রয়েছে। এটিকেকে চ্যাম্পিয়নও করিয়েছিলেন। তবে এবার কলকাতা ছেড়ে রয় কৃষ্ণর গন্তব্য বেঙ্গালুরু এফসি।
ইস্টবেঙ্গলের খারাপ মরসুমেও নজর কেড়েছিলেন হীরা মন্ডল। তিনিও এবার জার্সির রং বদলে বেঙ্গালুরু এফসির হয়ে মাঠে নামবেন।
রয় কৃষ্ণর মতো বন্ধু প্রবীর দাসও বেঙ্গালুরুতেই সই করেছেন। বেঙ্গালুরুতে সুনীল ছেত্রীর পাশে খেলার সুযোগ পাবেন ভেবেই উচ্ছ্বসিত তারকা ফুলব্যাক।
গোয়ার হয়ে সই করা, উইঙ্গার নোয়া সাদাউই এ বারের বড় চমক হতে পারেন। ২৮ বছর বয়সি উইঙ্গার ২০২০ সালে আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপজয়ী মরক্কো দলের সদস্য ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -