Sachin Tendulkar Statue: স্টেডিয়ামে ফিরে এল সচিন ...সচিন শব্দব্রহ্ম, ওয়াংখেড়েতে মাস্টার ব্লাস্টারের মূর্তি উন্মোচন
নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতে এবার মূর্তি বসল সচিন তেন্ডুলকরের। আজই উন্মোচিত হল সেই মূর্তি। উপস্থিত ছিলেন সস্ত্রীক সচিন নিজেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআহমেদনগরের এক শিল্পী প্রমোদ কাম্বলেকে দিয়ে সচিনের একটি মূর্তি বানানো হয়েছে। সেই মূর্তিই উন্মচিত হল বুধবার। পরিকল্পনা ছিল সচিনের ৫০তম জন্মদিনে মূর্তি উন্মোচন করা হবে। কিন্তু এই বছর ২৪ এপ্রিলের মধ্যে মূর্তিটি তৈরি করা সম্ভব হয়নি। তাই বুধবার সচিনের হাতেই উন্মোচন হল সচিনের মূর্তি।
বুধবার সন্ধ্যায় সচিন ছাড়াও ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ, ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল, প্রাক্তন বোর্ড কর্তা শরদ পাওয়ার>
সচিনের পরিবারও সঙ্গে ছিল। মাঠে ছিলেন সচিনভক্ত সুধীর কুমার চৌধরি। তাঁকে দেখা যায় ভারতের পতাকা হাতে শঙ্খ বাজাতে।
এই মাঠ থেকেই ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল সচিনের। এখানে সচিনের নামে একটি স্ট্যান্ডও রয়েছে। এবার তাঁর মূর্তিও তৈরি করল মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।
স্টেডিয়ামে ফিরে এল সচিন ...সচিন শব্দব্রহ্ম, ওয়াংখেড়েতে এদিন পতাকা হাতে উপস্থিত ছিলেন সচিন ভক্ত সুধীর কুমার চৌধুরি।
আগামীকাল বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাঠেই খেলতে নামবেন বিরাট , রোহিতরা। সচিনের মূর্তি স্বচক্ষে দেখেই মাঠে নামতে পারবেন বিরাটরা।
উল্লেখ্য, ২০১১ সালে নিজের শেষ বিশ্বকাপ ফাইনালে এই মাঠেই খেলেছিলেন সচিন। সতীর্থরা তাঁকে কাঁধে করে নিয়ে গোটা মাঠ প্রদক্ষিণ করেছিল।
চলতি বিশ্বকাপের আগে আইসিসি সচিনকে গুরুদায়িত্ব দিয়েছিল। তাঁকে এবারের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বেছে নেওয়া হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -