Shane Warne Birthday: বড় তাড়াতাড়ি চলে গেলে, ওয়ার্নের জন্মবার্ষিকীতে মন ছুঁয়ে গেল সচিনের বার্তা
১৩ সেপ্টেম্বর, ২০২২। ৫৩তম জন্মবার্ষিকী শ্যেন ওয়ার্নের। তাঁর মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি প্রয়াত হয়েছেন ৬ মাস আগে। চলতি বছরের ৪ মার্চ। সকলকে হতবাক করে দিয়েছিল শ্যেন ওয়ার্নের (Shane Warne) মৃত্যু সংবাদ। গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল।
টেস্ট ক্রিকেটে তিনিই প্রথম ৬০০ উইকেটের মালিক হয়েছিলেন ৷ চলতি বছরের ৪ মার্চ তাইল্যান্ডের কো সুমাই দ্বীপে ছুটি কাটানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷
আজ ১৩ সেপ্টেম্বর ওয়ার্নের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করা হয়েছে৷ লেখা হয়েছে, 'একটা উত্তরাধিকার যা বোঝায় কোনটা গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তির সমৃদ্ধি নির্ভর করে তারা কী পেয়েছে আর মানুষের জীবনে কী প্রভাব বিস্তার করেছে তার ওপর। শ্যেন ওয়ার্নের উত্তরাধিকার বেঁচে থাকবে। জন্মদিনের শুভেচ্ছা, আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে'।
ইতিহাসের অন্যতম মহান ক্রিকেটার মনে করা হয় অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট ম্যাচে ৭০৮ উইকেটের মালিককে৷ তিনি টেস্টে সবচেয়ে বেশি উইকেট প্রাপকদের তালিকায় ২ নম্বরে রয়েছেন৷ শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পর।
১৯৪টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৯৩ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন।
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১ উইকেটের মালিক ওয়ার্ন। তবে অস্ট্রেলিয়ার হয়ে কোনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি।
মঙ্গলবার তাঁর জন্মদিনে আবেগপূর্ণ বার্তা সচিন তেন্ডুলকরের। মাস্টার ব্লাস্টার ট্যুইট করেন, 'বড় তাড়াতাড়ি চলে গেলে। তোমার সঙ্গে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি ওয়ার্নি'।
জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন যুবরাজ সিংহও। লিখেছেন, 'তুমি যেখানেই থাকো সবচেয়ে উজ্জ্বল থাকো'।
ওয়ার্নের জন্মদিনে সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছে ভক্তদের বার্তা। কিংবদন্তির মৃত্যু এখনও যেন মেনে নিতে পারছেন না কেউ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -