SAFF Championship 2023: গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ কুয়েত, শীর্ষে শেষ করতে পারবে ভারত?
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ম্যাচেই পাকিস্তানে ও নেপাল বিরুদ্ধে জয় পেয়েছিল ভারতীয় দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই ম্যাচে একটি হ্যাটট্রিক সমেত মোট চারটি গোল করেছেন সুনীল ছেত্রী।
দুই ম্যাচ মিলিয়ে ছয় গোল করলেও, এখনও একটি গোল হজম করতে হয়নি ভারতকে। আর এই দুই জয়ের সুবাদে ইতিমধ্যেই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন ব্লু টাইগার্সরা।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার কান্তিরাভা স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচেই কুয়েতের মুখোমুখি হবে ভারত।
কুয়েতও নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে। তাই সেমিফাইনালে তাঁদের জায়াগাও পাকা।
দুই দলের গোলপার্থক্য ও পয়েন্ট সমান। মঙ্গলবারের ম্যাচ কেবল গ্রুপ পর্বের শীর্ষে কারা শেষ করবে, তারই লড়াই।
ভারতীয় দল বর্তমানে গোল করার ক্ষেত্রে কুয়েতের থেকে পিছিয়ে। তাই গ্রুপ শীর্ষে শেষ করতে হলে ভারতকে এই ম্যাচ জিততেই হবে।
এর আগে ভারতীয় দল কুয়েতের বিরুদ্ধে তিন ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে কুয়েতই দুইবার জিতেছে, একটি ম্যাচ জিতেছে ভারত।
১৩ বছর আগে শেষ সাক্ষাতে কুয়েত কিন্তু ভারতকে ৯-১ পরাস্ত করেছিল। তাই মঙ্গলবারের ম্যাচ একেবারেই সহজ হবেন না।
তবে খুশির বিষয় নেপাল ম্যাচে নির্বাসনের জন্য ভারতীয় কোচ ইগর স্টিমাচ টাইচলাইনে উপস্থিত থাকতে না পারলেও এই ম্যাচে নির্বাসন কাটিয়ে তিনি ফিরছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -