Sania Mirza: ৬ গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হওয়া, এক নজরে সানিয়ার সেরা ৫ কৃতিত্ব
ডব্লিউটিএ দুবাই ইভেন্টে মহিলাদের ডবলসের প্রথম রাউন্ডে আমেরিকার ম্যাডিসন কি-কে নিয়ে নেমে সানিয়া হেরে গেলেন প্রথম রাউন্ডেই। চোখের জলে ছাড়লেন কোর্ট। তবে তাঁর বর্ণময় কেরিয়ারে কৃতিত্বের অভাব নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৫ সালের এপ্রিল মাসে সানিয়ার বিশ্বের এক নম্বর মহিলা ডাবলস টেনিস খেলোয়াড় হন। আজ অবধি সানিয়া বাদে এই ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলের কৃতিত্ব আর কোনও ভারতীয় মহিলা টেনিস তারকার নেই।
কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে সানিয়া মির্জা ওই সময়ই পরপর তিন গ্র্যান্ড স্ল্যাম জেতেন।
সানিয়া ও হিঙ্গিস ২০১৫ সালের উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেন এবং ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন খেতাব নিজেদের নামে করেছিলেন।
তিনটি মিক্সড ডাবলস গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের কৃতিত্বও রয়েছে ভারতীয় টেনিস তারকার দখলে।
আরেক ভারতীয় কিংবদন্তি মহেশ ভূপতির সঙ্গে ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন ও ২০১২ সালের ফরাসি ওপেন জেতার পাশাপাশি ২০১৪ সালে ব্রুনো সোয়ারেসের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ওপেনও জেতেন।
তবে ডাবলসেই নিজের কেরিয়ারের সব গ্র্যান্ড স্ল্য়াম জিতলেও, সানিয়া কিন্তু একেবারেই খারাপ সিঙ্গেলস খেলোয়াড় ছিলেন না। ২০০৭ সালে তিনি সিঙ্গেলসে কেরিয়ার সেরা ২৭ নম্বর ব়্যাঙ্কিংয়ে পৌঁছন।।
সানিয়াই প্রথম ভারতীয় যিনি সিঙ্গেলসে ডব্লিউটিএ ট্যুর খেতাব জিতেছিলেন। ডব্লিউটিএ ফাইনালস জেতার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে।
গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি জাতীয় দলের হয়েও সাফল্যের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন।
লিয়েন্ডার পেজের সঙ্গে তিনি জুটি বেঁধে ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসের মিক্সড ডাবলসে সোনা জেতেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -