Overeating Remedies: বেশি খাবার খেয়ে ফেলেন ? আপনার জন্য ১০ টিপস
পেট ভরানো খাবার - পাতে পেট ভরানোর খাবার রাখুন। এর জন্য ফাইবার ও প্রোটিনজাতীয় খাবার বেছে নিন। পেট ভরলে সহজে খিদে পাবে না।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমন দিয়ে খান - অনেক সময় আমরা খেতে খেতে ফোন দেখি, কথা বলি, অন্য কিছু ভাবি। এসবের বদলে মন দিয়ে খাবার খেতে হবে। তাহলে বেশি খেতে ইচ্ছে করবে না।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
জলের খিদে - অনেক সময় বেশি খাবার খাওয়ার ইচ্ছে জলের তেষ্টাও হয়। শরীরের জল কমে গেলে খিদের অনুভূতিই হয়। একে খাবারের খিদে ভেবে ভুল করেন অনেকে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
কিছুক্ষণ অপেক্ষা করুন - খাবার খেয়ে উঠেই আবার খেতে ইচ্ছে করছে ? কিছুক্ষণ অপেক্ষা করুন। এই খিদে নেহাতই চোখের খিদে হতে পারে। যা কিছুক্ষণ পর কেটে যায়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
খুব বেশিক্ষণ না খেয়ে থাকলে হবে না - অনেকেই দীর্ঘ সময় না খেয়ে থাকেন। এতে খিদে বাড়ে। খিদের চোটে অনেকটা খাবার খেয়ে নেন। তাই সবার জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং নয়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
পছন্দের খাবারও খান - অনেক সময় পছন্দের খাবার খেতে না পারলে খিদে থেকে যায়। তাই একেবারে বাদ দিতে হবে না পছন্দের খাবার। অল্প করে খান।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
অল্প করে খান - বেশি খাবার খেয়ে ফেলছেন ? অল্প করে বারবার খান। এতে বারবার খাওয়াও হল, বেশি খাওয়াও হল না।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
ধীরে সুস্থে খান - অনেকেই খাবার খাওয়ার সময় বেশ তাড়াহুড়ো করেন। এতে খিদে পাবে আবার। তাই হুড়োহুড়ি না করে ধীরে সুস্থে খাবার খান।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
সময় মেনে খান - অনেক সময় দেখা যায়, অসময়ে খাবার খাওয়ার বাতিক। এর থেকে বেশি খাবার খাওয়ার বাতিক তৈরি হয়। তাই সময় মেনে খাবার খান।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
কতটা খাচ্ছেন - বন্ধুবান্ধবা বা আত্মীয় পরিজনদের থেকে বেশি খাবার খাওয়া মানেই বেশি খাওয়া নয়। আপনার শরীরের বেশি খাবার দরকার হতে পারে। তাই কতটা খাবেন জানতে বিশেষজ্ঞের পরামর্শও জরুরি।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -