U19 World Cup: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজর কেড়েছেন, চিনে নিন ভবিষ্যতের সুপারস্টারদের
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডিওয়াল্ড ব্রেভিস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে 'ম্যান অব দ্য সিরিজ' নির্বাচিত হয়েছেন। বেবি এবি নামে পরিচিত এই খেলোয়াড় বল ও ব্যাট উভয় হাতেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ব্রেভিস। ৬ ম্যাচে ৮৪.৩৩ গড়ে ৫০৬ রান করেছেন তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোনো টুর্নামেন্টে এটিই এখনও পর্যন্ত কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান।
এই পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন শ্রীলঙ্কার দুনিথ ভেল্লালেজ। এই স্পিনার ৬ ম্যাচে ১৩.৫৮ বোলিং গড়ে ১৭ উইকেট নিয়েছেন। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে এই অলরাউন্ডারের ঘোরানো বলগুলোর কোনো জবাব ছিল না। এই টুর্নামেন্টে ২৬৪ রানও করেছেন এই খেলোয়াড়।
ইংল্যান্ডের ফাস্ট বোলার জোশুয়া বয়েডেনের কথাও বলতে হবে। এই তরুণ ফাস্ট বোলার এই টুর্নামেন্টে ১৫ উইকেট নিয়েছিলেন। সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি ছিলেন দুই নম্বরে।
পাকিস্তানের হাসিবুল্লাহ খান ৩৮০ রান করে এই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তিনি টুর্নামেন্টে ৭৬ গড়ে রান করেছেন। টুর্নামেন্টে ২টি সেঞ্চুরিও রেকর্ড করেছেন তিনি।
এই বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বড় আবিষ্কার রাজ অঙ্গদ বাওয়া। এই অলরাউন্ডারও এই টুর্নামেন্টে ৬৩ গড়ে ২৫২ রান করেছেন।
পাকিস্তানও এই টুর্নামেন্ট থেকে অসাধারণ একজন ফাস্ট বোলার পেয়েছে। ১৬ বছর বয়সি আভেশ আলি এই টুর্নামেন্টে ১৫.৮০ বোলিং গড়ে ১৫ উইকেট নিয়েছিলেন।
বল হাতেও কামাল দেখিয়েছেন রাজ বাওয়া। মোট ৯ উইকেট নিয়েছেন টুর্নামেন্টে। এমনকী ফাইনালে ৫ উইকেট নিয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -