ODI World Cup: ওয়ার্নার-মার্শের ব্যাটে জব্দ পাক বোলিং, রেকর্ডের ছড়াছড়ি
তিন ম্যাচে জোড়া হার। জয় মাত্র একটি ম্যাচে। বিশ্বকাপে (ODI World Cup 2023) সেমিফাইনালে ওঠার দৌড়ে ক্রমশ যেন ফিকে হতে শুরু করেছিল অস্ট্রেলিয়ার আশা (Aus vs Pak)। তাই জয়ের সরণিতে ফিরতে মরিয়া অজ়ি শিবির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যদিকে ভারতের বিরুদ্ধে পরাজয়ের ধাক্কা সামলে পাকিস্তানের সামনে ছিল ঘুরে দাঁড়ানোর পরীক্ষা।
সেই পরীক্ষার প্রথমার্ধে প্রবল চাপে পাকিস্তান। জোড়া সেঞ্চুরির ধাক্কায় পাক শিবিরকে কোণঠাসা করে ফেলল অস্ট্রেলিয়া।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু বাবর আজ়ম হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি যে, এভাবে ব্যাটিং ঝড়ে বিধ্বস্ত হতে হবে পাক শিবিরকে।
সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনারই। মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গে একের পর এক রেকর্ড হল টেক সিটিতে।
পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে ওয়ার্নারের টানা চার সেঞ্চুরি হয়ে গেল। শুরু হয়েছিল ২০১৭ সালে।
বেঙ্গালুরুতে করলেন টানা চতুর্থ সেঞ্চুরি। তিনি ধরে ফেললেন বিরাট কোহলিকে।
২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে কোনও এক দেশের বিরুদ্ধে টানা চার সেঞ্চুরির নজির গড়েছিলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই নজির স্পর্শ করলেন ওয়ার্নার।
সব মিলিয়ে ওয়ান ডে বিশ্বকাপে এটা ওয়ার্নারের পঞ্চম সেঞ্চুরি। স্বদেশীয় কিংবদন্তি রিকি পন্টিং ও শ্রীলঙ্কার কুমার সঙ্গকারার রেকর্ড ছুঁলেন ওয়ার্নার। তাঁর সামনে শুধু সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মা। বিশ্বকাপে ৬টি সেঞ্চুরি রয়েছে মাস্টার ব্লাস্টারের। অন্যদিকে হিটম্যান রোহিত ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে করেছেন ৭টি সেঞ্চুরি। তিনিই বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।
নজির গড়েছেন মার্শও। বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসাবে জন্মদিনে সেঞ্চুরি করলেন তিনি। ১০৮ বলে ১২১ রান করে আউট হন মার্শ। ২০১১ সালে পাল্লেকেলেতে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে-তে জন্মদিনে সেঞ্চুরি করেছিলেন রস টেলর। তার ১২ বছর পর ফের জন্মদিনে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরি মার্শের।
অল্পের জন্য রক্ষা পেল বিশ্বকাপে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপের রেকর্ড। যা রয়েছে ২০১১ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও উপুল থরঙ্গার করা। ২৮২ রান তুলেছিলেন তাঁরা। ওয়ার্নার ও মার্শ যোগ করলেন ২৫৯। যা বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। ওয়ান ডে ক্রিকেটে এটা অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। সর্বোচ্চ ওপেনিং জুটি ওয়ার্নার ও ট্র্যাভিস হেডের। ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২৮৪ রান তুলেছিলেন তাঁরা। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -