ঝুলিতে নেই আইসিসি ট্রফি, ওয়ান ডে অধিনায়ক হিসেবে ফিরে দেখা বিরাটের রেকর্ডবুক
ওয়ান ডে ক্রিকেটে আর জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে না বিরাট কোহলিকে। বুধবারই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিরাট আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কুড়ির ফর্ম্যাটে নেতৃত্ব ছেড়েছেন জাতীয় দলের। এবার ৫০ ওভারের ফর্ম্যাটেও তাঁকে সরিয়ে দেওয়া হল।
বিরাটের বদলে সীমিত ওভারের ২ ফর্ম্যাটেই জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে।
ওয়ান ডেতে জাতীয় দলের অধিনায়ক হিসেবে ৪ বছর দায়িত্ব সামলেছেন বিরাট।
ওয়ান ডে জাতীয় দলের অধিনায়ক হিসেবে মোট ৯৫ ম্যাচ খেলেছেন বিরাট, ৬৫ ম্যাচে জয় পেয়েছেন। ২৭ ম্যাচে হারতে হয়েছে।
অধিনায়ক হিসেবে ব্যাট হাতে ৫, ৪৪৯ রান করেছেন কোহলি। গড় ৭২.৬৫।
ওয়ান ডে অধিনায়ক হিসেবে মোট ১৯টি সিরিজ খেলেছেন কোহলি। তার মধ্যে ১৫ সিরিজে ভারত জিতেছে।
২০১৭ সালে মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়কত্ব ছাড়ার পরই সীমিত ফর্ম্যাটেও জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন বিরাট কোহলি
২০১৭ সালে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারে ভারত। ২০১৯ সালে বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিতে হএরে ছিটকে যায় টিম ইন্ডিয়া টুর্নামেন্ট থেকে।
টেস্টে এখনও বিরাটই জাতীয় দলের অধিনায়ক। সেই ফর্ম্যাটে অজিঙ্ক রাহানের বদলে সহ অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -