IND vs SA 2nd ODI: শ্রেয়স, ঈশান ও সিরাজের দৌরাত্ম্যে সিরিজে সমতায় ফিরল ভারত
তেম্বা বাভুমার অসুস্থতার কারণে এদিন কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন। তিনি টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে মাত্র পাঁচ কুইন্ট ডি ককে ফিরিয়ে মহম্মদ সিরাজ ভারতের হয়ে শুরুটা ভালই করেন।
এই ম্যাচেই অভিষেক ঘটান বাংলার শাহবাজও। তিনি জানেমন মালানকে ২৫ রানে সাজঘরে ফেরত পাঠান।
তবে দক্ষিণ আফ্রিকার হাল ধরেন রিজা হেন্ডরিক্স ও এইডেন মারক্রাম। দুইজনে দ্বিতীয় উইকেটে ১২৯ রান যোগ করেন। হেন্ডরিক্স ৭৪ ও মারক্রাম ৭৯ রান করেন।
শেষের দিকে ভারতের নিয়ন্ত্রিত বোলিং সামনে বড় রান করতে ব্যর্থ হয় প্রোটিয়ারা। সাত উইকেটে ২৭৮ রান তুলেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। মিলার ৩৫ রানে অপরাজিত থাকেন।
জবাবে ভারতীয় ওপেনিং পার্টনারশিপও বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রোটিয়াদের মতো ভারতের হয়েও তৃতীয় উইকেটে শতাধিক রানের পার্টনারশিপ গড়ে দলের ইনিংস সামলান ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার।
নিজের ঘরের মাঠে ঈশান অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। তিনি ৯৩ রান করে আউট হন।
তবে শ্রেয়স আইয়ার কিন্তু শতরান করার সুযোগ হাতছাড়া করেননি। তিনি রাবাডার বলে চার মেরে নিজের কেরিয়ারের দ্বিতীয় ওয়ান ডে শতরান পূর্ণ করেন।
শেষমেশ ১১৩ রানে অপরাজিত থেকে সাত উইকেটে ভারতের জয় সুনিশ্চিত করেন শ্রেয়স আইয়ার। সঞ্জু স্যামসন ৩০ রানে অপরাজিত থাকেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -