Suresh Raina Record: কেন 'মিস্টার আইপিএল' বলা হয় রায়নাকে? এই ৫ রেকর্ডেই মিলবে প্রমাণ
দুই বছর আগে স্বাধীনতা দিবসের দিন বন্ধু মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে একইদিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সুরেশ রায়না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সম্পূর্ণরূপে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন প্রাক্তন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার।
ভারতের হয়ে তিন ফর্ম্যাট মিলিয়ে প্রায় আট হাজারের কাছাকাছি রান করেছেন তিনি। জিতেছেন বিশ্বকাপও। তবে আইপিএলে অনবদ্য ধারাবাহিকতার জন্য আরও বেশি করে পরিচিত তিনি।
‘মিস্টার আইপিএল’ হিসাবে খ্যাত, রায়নার করা ৫৩৬৯ রানই সিএসকের হয়ে কোনও ব্যাটারের আইপিএল ইতিহাসে সর্বাধিক রান।
আইপিএল ইতিহাসে তিন নম্বরে নেমে রায়নার থেকে বেশি রান আর কোনও ব্যাটার করেননি।
২০১৪ সালে পঞ্জাবের বিরুদ্ধে কোয়ালিফায়ারে পাওয়ার প্লের ছয় ওভারে রায়নার ৮৭ রান করেছিলেন। পাওয়ার প্লেতে এটাই কোনও ব্যাটারের এককভাবে করা সর্বকালের সর্বোচ্চ রান।
আইপিএলে টানা ১৩২টি ম্যাচ খেলেছেন রায়না। নাগাড়ে এত ম্যাচ খেলার কৃতিত্ব আর কোনও ক্রিকেটারের নেই।
ব্যাটার তো বটেই, ফিল্ডার হিসাবে রায়নার কৃতিত্বও কিন্তু কম কিছু নয়। আইপিএল ইতিহাসে উইকেটকিপার বাদে রায়নার ধরা ১০৯ ক্যাচই সর্বোচ্চ।
সিএসকের হয়ে হয়েই নিজের আইপিএল কেরিয়ারের সিংহভাগ ম্যাচ খেললেও, গুজরাত লায়ান্সের হয়েও কিন্তু দুই মরসুম খেলছেন রায়না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -