T20 WC: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারে ভারতও, জানেন কীভাবে?
পরপর দু'ম্যাচে হার। তাও বড় ব্যবধানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) কার্যত ভেন্টিলেটরে ভারতীয় ক্রিকেট দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার মুখে। কিন্তু এখান থেকেও হতে পারে উলটপুরাণ।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারের পরেও বিশ্বকাপের শেষ চারে ওঠার সঞ্জীবনী পেয়ে যেতে পারেন বিরাট কোহলিরা (Virat Kohli)।
কিন্তু কীভাবে? সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে কীভাবে সেমিফাইনালে পৌঁছে যেতে পারে টিম ইন্ডিয়া?
ভারতের ম্যাচ বাকি আফগানিস্তান (৩ নভেম্বর), স্কটল্যান্ড (৫ নভেম্বর) ও নামিবিয়ার (৮ নভেম্বর) বিরুদ্ধে।
ভারতকে বাকি তিনটি ম্যাচই জিততে হবে, এবং সেটা বড় ব্যবধানে। কারণ, প্রথম দুই ম্যাচে বড় পরাজয়ের পর ভারতের নেট রান রেট বেশ খারাপ (-১.৬০৯)। নেট রান রেট ভাল করতে হলে বড় ব্যবধানে জিততেই হবে। সেক্ষেত্রে ভারত গ্রুপ পর্ব শেষ করবে ৬ পয়েন্টে।
পাকিস্তান ৬ পয়েন্ট পেয়ে গিয়েছে। বাবর আজমরা বাকি সব ম্যাচ জিতলে সুবিধা হবে ভারতের। কারণ, পাকিস্তান কার্যত সেমিফাইনালে পৌঁছেই গিয়েছে। সব ম্যাচ জিতলে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ১০। তাতে ভারতের কোনও সমস্যা হবে না।
নিউজিল্যান্ডের ম্যাচ বাকি আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে। ধরে নেওয়া যায় যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে ওঠা নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারাবে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে কেন উইলিয়ামসনদের পয়েন্ট দাঁড়াবে ৬।
আফগানিস্তানের সংগৃহীত পয়েন্ট ৪ ও তাদের ম্যাচ বাকি ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতকে তাদের বিরুদ্ধে জিততেই হবে। তাতে আফগানিস্তান ৪ পয়েন্টেই থাকবে। ৭ নভেম্বর মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। সেই ম্যাচটাই কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়াবে। ভারতের ভাগ্যও ঝুলে থাকবে ওই ম্যাচের ওপর।
নিউজিল্য়ান্ড সেই ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিলে সেমিফাইনালে পৌঁছে যাবে। ছিটকে যাবে ভারত ও আফগানিস্তান। আফগানিস্তান সেই ম্যাচ জিতলে আর ভারত ও নিউজিল্যান্ড বাকি সব ম্যাচ জিতলে তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে ৬। সেক্ষেত্রে যে দলের নেট রান রেট ভাল হবে, তারাই পাবে সেমিফাইনালের টিকিট। ভারত বাকি তিন ম্যাচে নেট রান রেট ভাল জায়গায় নিয়ে যেতে পারলে শেষ চারের দরজা খুলে যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -