Ind vs Pak: ৮ শটে ঘুরে গেল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের মোড়
পাকিস্তানের রান তাড়া করতে নেমে তখন বেশ চাপে ভারত। ৫৪ বলে প্রয়োজন ১০৬ রান। ১২তম ওভারে ২১ রান তুলে পাকিস্তান ইনিংসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ইফতিকার আমেদ। ভারতেরও প্রত্যাঘাতের শুরু ১২তম ওভারে। মহম্মদ নওয়াজের বলে বিরাট ছক্কা হাঁকালেন হার্দিক পাণ্ড্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনওয়াজের ওই ওভারের চতুর্থ বল। ৫১ বলে তখন ম্যাচ জিততে ভারতের চাই ৯৯ রান। এবার ছক্কা মারলেন বিরাট কোহলি।
ওই ওভারেরই শেষ বল। ৪৯ বলে তখন ৯২ রান চাই ভারতের। এবার নওয়াজের বলে ফের ছক্কা মারলেন হার্দিক। ওই ওভারই পাক শিবিরে পাল্টা চাপ তৈরি করল।
১৮ বলে তখন ম্যাচ জিততে চাই ৪৮ রান। শাহিন শাহ আফ্রিদিকে বাউন্ডারি মারলেন কোহলি।
১৬ বলে ভারতের চাই ৪১ রান। আফ্রিদির বল এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারিতে পাঠালেন কিংগ কোহলি।
ওই ওভারেরই শেষ বল। ১৩ বলে ৩৫ রান চাই ভারতের। ফের আফ্রিদিকে বাউন্ডারি কোহলির। লক্ষ্যমাত্রা কমে দাঁড়াল ১২ বলে ৩১ রান।
৮ বলে তখন দরকার ২৮ রান। ম্যাচ কার্যত হাতের বাইরে। হ্যারিস রউফের বল সাইটস্ক্রিনের ওপর ফেলে দিলেন কোহলি। ছক্কায় ঘুরতে শুরু করল ম্যাচের ভাগ্য।
ওই ওভারেরই শেষ বল। ফের রউফকে ছক্কা মারলেন কোহলি। ৬ বলে লক্ষ্য দাঁড়াল ১৬। গোটা ভারতীয় শিবির তখন বিশ্বাস করতে শুরু করেছিল যে, ম্যাচ জেতা সম্ভব। - বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -