India's semi-final chances: বাকি আর এক ম্যাচ, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারে ভারত?
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) কোণঠাসা অবস্থা থেকেই ঘুরে দাঁড়াল ভারত। শুক্রবার স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিলেন বিরাট কোহলিরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমে ব্যাট করে স্কটল্যান্ড অল আউট হয়ে যায় মাত্র ৮৫ রানে।
ভারতের সামনে ছিল সহজ লক্ষ্য। ৮৬ রান করলেই ম্য়াত জিতে যেতেন বিরাট কোহলিরা। তবে আরও একটি বড় সুযোগ ছিল ভারতের সামনে। ৪৩ বল অর্থাৎ ৭.১ ওভারে ভারত রান তুলে দিলে নেট রান রেটে নিউজিল্যান্ড তো বটেই, আফগানিস্তানকেও ছাপিয়ে যেত টিম ইন্ডিয়া।
তারও চার বল আগে, অর্থাৎ ৩৯ বলে লক্ষ্যে পৌঁছে গেল ভারত।
এই জয়ের ফলে চার ম্যাচের পরে ভারতের পয়েন্ট হল ৪।
গ্রুপ ২-এ তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলিরা।
৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। বাকি একটি জায়গার জন্য লড়াই ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের।
কোহলিদের মতো রশিদ খানরাও রয়েছেন ৪ পয়েন্টে। কিন্তু রান রেটে এগিয়ে গিয়েছে ভারত।
কোহলিদের সামনে এখন একটাই অঙ্ক। রবিবার আফগানিস্তানকে হারাতে হবে নিউজিল্যান্ডকে।
একমাত্র তখনই সোমবার ভারত-নামিবিয়া ম্যাচের গুরুত্ব থাকবে। কারণ, কিউয়িরা হেরে গেলে আর শেষ ম্যাচে ভারত জিতলে তিন দলের পয়েন্ট দাঁড়াবে ৬। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকলে সেমিফাইনালে যাবে ভারত। ছবি - আইসিসি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -