T20 World Cup: রাহুল-সূর্যর ব্যাটে ঝড়, ছন্দে বোলাররা, প্রস্তুতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের হারাল ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে ছন্দে ভারতীয় দল। সোমবার ওয়ার্ম আপ ম্যাচে গতবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দিলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাওয়ার প্লে'তে বিনা উইকেটে ৬৯ রান তোলে ভারত। কিন্তু সেই বিধ্বংসী শুরুর ফায়দা তুলতে পারেনি ভারতের লোয়ার-মিডল অর্ডার।
২০ ওভারে ১৮৬ রানের বেশি তুলতে পারেনি টিম ইন্ডিয়া।
ভারতের হয়ে ব্যাট হাতে সফল কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। দুজনই হাফসেঞ্চুরি করেন।
রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভাল হয়েছিল। কিন্তু শেষ পাঁচ ওভারে ৩৬ রানে আট উইকেট খুইয়ে ফেলেন অজিরা। বিশেষত ১৮তম ওভারের শেষেও চালকের আসনে ছিলেন অ্যারন ফিঞ্চরা। ১২ বলে ১৬ রান দরকার ছিল। হাতে ছিল পাঁচ উইকেট। কিন্তু সেখান থেকে ম্যাচ হেরে যায় অস্ট্রেলিয়া।
২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারত। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে। আর তার আগে প্র্যাক্টিসের ফাঁকে শামির সঙ্গে দেখা হয়ে গেল শাহিন শাহ আফ্রিদির। পাক পেসারকে বোলিং নিয়ে পরামর্শ দিলেন শামি। দুই পেসারকে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় শামি ও শাহিন আফ্রিদির ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, বোলিং গ্রিপ নিয়ে শাহিনকে পরামর্শ দিচ্ছেন শামি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -