Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Cyber Crime: এইসব জায়গায় ফোন চার্জ দিলে বিপদে পড়বেন ! গোপন তথ্য যাবে প্রতারকদের হাতে
ফোনের ব্যাটারি ফুরিয়ে গেলে অনেক সময় পাবলিক চার্জিংয়ের সুবিধা নিতে হয় আমাদের। জেনে অবাক হবেন, এই পাবলিক চার্জিংয়ে ফোন বসিয়ে প্রতারণার শিকার হতে পারেন আপনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে এই সতর্কবার্তা।আপনার-আমার ভুলের সুযোগ খোঁজে হ্যাকাররা। আপনার ডেটা চুরি করার জন্য পাবলিক চার্জিং একটি প্রবেশদ্বার হয়ে উঠতে পারে।
সম্প্রতি ওড়িশা পুলিশ এই বিষয়ে একটি পরামার্শ দিয়েছে, তাতে বলা হয়েছে হ্যাকাররা ম্যালওয়্যার সহ পাবলিক চার্জার লোড করে। আপনার ফোনে ঢোকার জন্য অন্য দিকে সেই পোর্টে একটি USB কেবল জুড়ে দেয়।
আপনি যখন ফ্রি চার্জিং পরিষেবা ব্যবহারে ব্যস্ত থাকেন, হ্যাকাররা আপনার ফোনে ভাইরাস ঢুকিয়ে সংক্রমিত করে। পরে আপনার গোপনীয় তথ্য চুরি করে। এই প্রক্রিয়াটিকে 'জুস জ্যাকিং' বলা হয়।
মনে রাখবেন, এটি একটি USB চার্জিং পোর্ট। এটি একটি নিয়মিত বৈদ্যুতিক সুইচ প্লাগ নয় যা আপনি আপনার চার্জিং অ্যাডাপ্টারে প্লাগ করেন৷ সেই USB চার্জিং স্লটগুলি হ্যাকাররা বিভিন্ন ডিভাইসের সঙ্গে আগেই যুক্ত করে রাখে।
যত তাড়াতাড়ি আপনি এই চার্জিং পোর্টগুলির সঙ্গে আপনার ফোনের সংযোগ করেন, আপনার ফোন থেকে তত দ্রুত ডেটা চুরি হতে পারে। এর মাধ্যমে হ্যাকাররা আপনার ফোন নিয়ন্ত্রণ করতে পারে ও আপনার ডিভাইস থেকে সাইবার অপরাধ করতে পারে।
আপনি জানতেও পারবেন না যে এই USB পোর্টগুলির সাহায্যে আপনার ডেটা চুরি করা হচ্ছে।
আপনি যখন আপনার ফোন কম্পিউটারের সঙ্গে যুক্ত করে ফাইলগুলি শেয়ার করতে চান বা ডিভাইসটি চার্জ করতে চান তখন একটি তাত্ক্ষণিক বার্তা দেখতে পান ফোনে৷
পাবলিক চার্জিং স্টেশনের মাধ্যমে আপনার ফোন চার্জ করার সময় আপনি যদি সেই প্রম্পট পান, অবিলম্বে আপনার হ্যান্ডসেটটি আনপ্লাগ করুন। অন্যথায় আপনার গোপন নথি চুরি যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -