T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সর্বাধিক ছক্কা হাঁকানোয় প্রথম দশে কে কে?
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে ৪৮ বলে ঝোড়ো অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেল। সেই ইনিংসে ১১টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনই, যা আজ পর্যন্ত কুড়ির বিশ্বকাপে এক ম্যাচে সর্বাধিক ছক্কার রেকর্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় দ্বিতীয় স্থানেও ইউনিভার্সাল বস। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৭ বলে ১১৭ রানের ইনিংসে ১০টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
তালিকায় তৃতীয় স্থানে প্রাক্তন বাঁহাতি ভারতীয় তারকা ব্যাটার যুবরাজ সিংহ। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ২০০৭ সালে ১৬ বলে ৫৮ রানের ইনিংসে ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবি। যার মধ্য়ে রয়েছে ব্রডের এক ওভারে ৬ ছক্কার রেকর্ডও।
অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারও রয়েছেন তালিকায়। ২০১০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ৪২ বলে ৭২ রানের ইনিংসে ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন ওয়ার্নার।
২০১০ সালে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ৬৬ বলে ৯৮ রানের ইনিংসে ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন গেল।
তালিকায় রয়েছেন তারকা প্রাক্তন কিউয়ি ব্যাটার ব্রেন্ডন ম্যাকালাম। বাংলাদেশের বিরুদ্ধে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫৮ বলে ১২৩ রানের ইনিংসে ৭টি ছক্কা হাঁকান ম্যাকালাম।
অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ৪২ বলে ৭২ রানের ইনিংস খেলেছিলেন ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে ৭টি ছক্কা হাঁকান তিনি।
গত বছরের টি-টােয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে ৫৬ বলে ৯৩ রানের ইনিংসে ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন মার্টিন গাপ্টিল।
ভারত অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন এই তালিকায়। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৬ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান। সেই ইনিংসে ৬টি ছক্কা হাঁকান রোহিত।
২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার মাইক হাসি পাকিস্তানের বিরুদ্ধে ২৪ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেছিলেন, যাতে তিনি ৬টি ছক্কা হাঁকান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -