Horoscope Today 21 August 2022: শ্বশুরবাড়ির সঙ্গে মতভেদ, টাকা ধার চাইতে পারে বন্ধুরা, সতর্ক হোন এই রাশির জাতকরা...
টাকা পয়সার সমস্যা থাকলে আজ মিটবে। শেয়ার মার্কেটে বিনিয়োগে মুনাফা হতে পারে। অফিসে জুনিয়রের সঙ্গে মনোমালিন্য হতে পারে। মনে রাখবেন, বোবার শত্রু নেই। কুছ তো লোগ কহেঙ্গে, তাই ব্যক্তিগত জীবন নিয়ে যে যাই বলুন না কেন, মন যা বলছে, তাই করুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজীবন নিয়ে এত ভাবনা চিন্তার কিছু নেই এখনই। নিজেকে ভাল রাখুন। হাতে টাকা পয়সা থাকবে। তাই সঞ্চয়ের কথা ভাবতে পারেন। ঝামেলা এড়িয়ে চলুন। বাবার সঙ্গে ঝগড়া হতে পারে।
আজকের দিনটি ভাল কাটবে। বাড়িতে হাসিখুশি পরিবেশ। বড়রা কিছু কাজ দিলে, না বলবেন না। তাতে ঝামেলা হতে পারে। পড়াশোনার সঙ্গে যুক্ত যাঁরা, নিজের মতো করে সময় কাটান।
পরিশ্রম করে থাকলে আজ তার ফল পাবেনই। বাড়বে আত্মবিশ্বাস। অর্থনৈতিক সঙ্কট থাকলে, কেটে যাবে। পরিবারের সমর্থনে বাড়বে মনের জোর।
আজ উন্নতির সম্ভাবনা রয়েছে। আইনি লড়াইয়ে জয়ের সম্ভাবনা। বাড়ির লোকজন আপনার কথায় গুরুত্ব দেবেন। প্রয়োজনে পরামর্শও নিন। আইনি জটে এি সময় না জড়ানোই ভাল।
আজ ব্যস্ততায় কেটে যাবে দিন। ঘরে-বাইরে কোনও কাজই সময়ে শেষ করতে পারবেন না। তাতে দুশ্চিন্তা বাড়বে। অফিসে কথাও শুনতে হতে পারে। দায়-দায়িত্ব নিয়ে মাথায় চিন্তা থাকবে। সন্তানের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে তাতে সাফল্যই আসবে। অন্যের ঈর্ষার কারণ হয়ে উঠতে পারেন আপনি। অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন।
আজ উন্নতির সম্ভাবনা। বাড়ি থেকে কাজ করছেন যাঁরা, স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হোন। নইলে বিপদ হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে আগের কাসুন্দি না ঘাঁটাই ভাল। চাকরির চেষ্টা করছেন যাঁরা, সুখবর পাবেন।
আনন্দেই কাটবে সারাদিন। বাড়িতেও অশান্তির পরিবেশ কাটবে। বরং পরস্পরের প্রতি দায়িত্ববোধ প্রকাশ পাবে। কেউ টাকা ধার চাইতে পারেন। আপনিও কারও কাছে টাকা চাইতে পারেন। খালিহাতে ফিরতে হবে না। বাড়িতে অতিথি আসতে পারেন।
আজ পরিশ্রম বাড়বে। ব্যবসায় মুনাফা লাভ হবে। চেহারায় ঔজ্জ্বল্য বাড়বে। কোনও সম্পত্তির খোঁজ পেলে বিনিয়োগের কথা ভাবতে পারেন। উপহার পেতে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তির সম্ভাবনা।
দুশ্চিন্তায় কাটবে দিন। একসঙ্গে অনেক কাজ এসে যাবে। তাতে উৎকণ্ঠা বাড়বে। বড়দের সঙ্গে কথা বলার সময় শব্দচয়নে সতর্ক হোন। ব্যবসায়ী জীবনসঙ্গীর সমর্থন পাবেন।
আজ পরিস্থিতি অনুকুল। আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ করতে পারবেন। নিজের জন্য সময় বার করা জরুরি। প্রিয় মানুষের স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে। কথায় মিষ্টতা থাক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -