T20 World Cup: খলনায়ক বৃষ্টি, ভেস্তে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের দুই ম্যাচই
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই মেলবোর্নে বৃষ্টির পূর্বাভাস ছিল। শুক্রবার বৃষ্টিতে টি-২০ বিশ্বকাপের দুটি ম্যাচই ভেস্তে গেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই ম্যাচই ছিল মেলবোর্নে। প্রথম ম্য়াচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান-আয়ার্ল্যান্ড।
কিন্তু বৃষ্টিতে সেই ম্যাচ ভেস্তে যায়। দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হয়।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। বৃষ্টি থেমে গেলেও মাঠ ভিজে ছিল।
আম্পায়াররা পর্যবেক্ষণের পর জানান, মাঠ খেলার জন্য নিরাপদ নয়। বড়সড় চোট লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে ক্রিকেটারদের।
যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচও ভেস্তে গেল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটীয় দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হলেন ক্রিকেটপ্রেমীরা।
ম্যাচ ভেস্তে যেতে দৃশ্যতই হতাশ দুই শিবির। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, 'গত কয়েক সপ্তাহ ধরে মেলবোর্নের মাঠ এত ভিজেছে যে, আমি কোনওদিন এত কাদা দেখিনি।'
সুপার ১২-র প্রথম ম্যাচে ইংল্য়ান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল আফগানিস্তানকে। তার পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানদের ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল। আফগানদের বৃষ্টি ভাগ্য বদলাল না।
ফলে আয়ার্ল্যান্ড ও আফগানিস্তানকে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল। আপাতত গ্রুপ ১-র শেষ স্থানে রয়েছে আফগানিস্তান।
নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ার্ল্যান্ড ও অস্ট্রেলিয়া, গ্রুপ ওয়ানে চার দলেরই ঝুলিতে ৩ পয়েন্ট করে রয়েছে। তবে রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ শীর্ষে নিউজিল্যান্ড। ছবি - আইসিসি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -