Team India Record: টানা ১৫ ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে অনন্য রেকর্ড গড়ল ভারত
শুভমন গিলের (Shubman Gill) সেঞ্চুরির পর পাল্টা শতরান করে ভারতের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিলেন সিকন্দর রাজা (Sikandar Raza)। একটা সময় তাঁর জন্যই মনে হয়েছিল, ১৬৯/৭ হয়ে যাওয়া জিম্বাবোয়েও ম্যাচ জিততে পারে (Ind vs Zim)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু শেষরক্ষা করতে পারলেন না রাজা। ৯৫ বলে ১১৫ রান করে তিনি ফিরতেই শেষ জিম্বাবোয়ের লড়াই। শার্দুল ঠাকুরের বলে রাজার শট বাউন্ডারি লাইনে দুরন্ত ক্ষিপ্রতায় শরীর ছুড়ে তালুবন্দি করলেন শুভমন।
ভারতের ২৮৯ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে অল আউট হয়ে গেল ২৭৬ রানে। ১৩ রানে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজ ৩-০ করল ভারত।
জিম্বাবোয়েকে তাদের ঘরের মাটিতে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।
জিম্বাবোয়ের হয়ে লড়াই করলেন একমাত্র সিকন্দর রাজা। ৯৫ বলে ১১৫ রান করে তিনি ফিরতেই জিম্বাবোয়ের জয়ের আশা শেষ হয়ে যায়।
এ নিয়ে জিম্বাবোয়েকে টানা ১৫ ওয়ান ডে ম্যআচে হারাল ভারত। যা একটি রেকর্ড।
এর আগে কোনও দলকে টানা ১৫ ওয়ান ডে ম্যাচে হারাতে পারেনি ভারতীয় দল।
ম্যাচ ও সিরিজের সেরা হয়েছেন শুভমন গিল।
জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ ভারত জিতে নেওয়ায় সিরিজ এমনিতেই পকেটে। তৃতীয় ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছিল।
সেই ম্যাচ ১৩ রানে জিতে নিয়ে জিম্বাবোয়েকে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। ছবি - বিসিসিআই ও জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড
- - - - - - - - - Advertisement - - - - - - - - -