The Ashes: রুটের কীর্তি, স্মিথের সেঞ্চুরি, জমজমাট টেস্টে অস্ট্রেলিয়ার চেয়ে আর ১৩৮ রানে পিছিয়ে ইংল্যান্ড
প্রথম টেস্টের নাটকীয় পরিণতি হয়েছিল। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর পরাজিত হয় ইংল্যান্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যাশেজের দ্বিতীয় টেস্টেও হাড্ডাহাড্ডি লড়াই। দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত ভাবে করেছিলেন স্টিভ স্মিথ। সেঞ্চুরি করেন তিনি। কেরিয়ারের ৩২তম শতরান পূরণ করেন। ১১০ রান করে আউট হন তিনি।
আর কোনও ব্যাটার সেইভাবে রান পাননি। ৪১৬ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
দ্বিতীয় দিনে ফের ইংল্যান্ডের ব্যাটাররা ব্যাট করলেন আগ্রাসী মেজাজে। লর্ডসের ২২ গজে ফের বাজ়বলের তাণ্ডব।
ওভার প্রতি প্রায় সাড়ে চার রান করে তোলেন রুটরা। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২৭৮/৪।
ওপেনার জ্যাক ক্রলি ৪৮ এবং বেন ডাকেট ৯৮ রান করেন। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ডাকেটের।
ওপেনিং জুটিতে ওঠে ৯১ রান। ওলি পোপ ৪২ এবং জো রুট ১০ রান করে আউট হন।
দিনের শেষে হ্যারি ব্রুক ৪৫ রানে এবং অধিনায়ক বেন স্টোকস ১৭ রানে অপরাজিত রয়েছেন।
অজি শিবিরের জন্য চিন্তার বিষয় যে, ফিল্ডিং করার সময় কাফ মাসলে চোট পেয়ে মাঠ ছাড়েন নাথান লায়ন। যিনি টানা একশো ম্যাচ খেলে নজির গড়েছেন লর্ডসেই।
অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১৩৮ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইসিবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -