U19 World Cup: যুব বিশ্বকাপের মঞ্চে নজর কেড়ে ভারতের সিনিয়র দলে খেলেছেন, তালিকায় কে কে রয়েছেন?
২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছিলেন তাঁরা। জাতীয় দলের জার্সিতে ক্রমেই ধারাবাহিক হয়ে উঠেছেন যশস্বী জয়সওয়াল ও রবি বিষ্ণোই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শুভমন গিল। বর্তমান সিনিয়র দলের সবচেয়ে আলোচিত তারকা। সঙ্গে রয়েছেন পৃথ্বী শ। তবে দ্বিতীয় জন সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এখনও।
২০১৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ঋষভ পন্থ ও ঈশান কিষাণ বর্তমানে দেশের জার্সিতে সিনিয়র দলের হয়েও খেলেন।
২০১২ সালের যুব বিশ্বকাপ দলের হনুমা বিহারী ভারতের সিনিয়র টেস্ট দলের সদস্য ছিলেন। এছাড়াও সন্দীপ শর্মা ও খেলেছেন জাতীয় দলের হয়ে।
২০০৮ সালে যুব বিশ্বকাপ জিতেছিলেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা। ২ জনেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের দুজন বর্তমানে।
২০০৬ সালে যুব বিশ্বকাপে যে ভারতীয় দল খেলেছিল, সেই দলের অনেকেই জাতীয় দলের জার্সিতে সিনিয়র পর্যায়ে খেলেছেন। রয়েছেন চেতেশ্বর পূজারা।
সেই দলে ছিলেন বর্তমান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সিনিয়র দলের জার্সিতে দুটো বিশ্বকাপ খেলেছেন।
২০০৬ যুব বিশ্বকাপে খেলেছিলেন ইশান্ত শর্মা। সিনিয়র দলের জার্সিতে ভারতের হয়ে দীর্ঘদিন খেলেছেন দীর্ঘকায় এই পেসার।
২০০৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ভারতীয় দলের সদস্য ছিলেন পীযূশ চাওলা। তিনি দেশের জার্সিতে ২০১১ বিশ্বকাপও জিতেছেন।
২০০৪ যুব বিশ্বকাপে খেলেছেন শিখর ধবন ও দীনেশ কার্তিক। সিনিয়র দলের জার্সিতেও খেলেছেন তাঁরা।
২০০০ সালে প্রথম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। মহম্মদ কাইফ ও যুবরাজ সিংহ সেই দলের সদস্য ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -