PV Sindhu Wins Bronze Medal: নারী শক্তির জয়, ভারতের প্রথম মহিলা হিসেবে অলিম্পিক্সে জোড়া পদক সিন্ধুর
রিও অলিম্পিক্সে রুপোজয়ী সিন্ধু এবার টোকিও অলিপিক্সে ছিনিয়ে নিয়ে এলেন ব্রোঞ্জ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিন্ধুর দুরন্ত স্ম্যাশে ধরাশায়ী চিনের প্রতিপক্ষ। টোকিওর ব্যাডমিন্টন কোর্টে ফিরল সেই চেনা আত্মবিশ্বাস-আগ্রাসন।
চিনের হে বিং জিয়াওকে স্ট্রেট গেমে হারিয়ে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন পি ভি সিন্ধু।
চানুর রুপো, লভলিনার পদক নিশ্চিত হওয়ার পর এবার সিন্ধুর হাত ধরে এল ব্রোঞ্জ।
সেমিফাইনালে হেরে যাওয়ায় তাঁর সোনা বা রুপোর পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। রবিবার ছিল ব্রোঞ্জের ম্যাচ।
যেখানে মুখোমুখি হয়েছিলেন দুই সেমিফাইনালের পরাজিতরা। হে বিং জিয়াওয়ের বিরুদ্ধে সিন্ধু প্রথম গেম জিতে নেন মাত্র ২৩ মিনিটে। ২১-১৩ ব্যবধানে।
দ্বিতীয় গেমে চিনা প্রতিপক্ষ কিছুটা লড়াই করলেও শেষরক্ষা হয়নি। দ্বিতীয় গেমও জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেমের ব্যবধান সিন্ধুর পক্ষে ২১-১৫।
সেমিফাইনালে পরাজয়ের পরই তিনি জানিয়েছিলেন যে, ব্রোঞ্জ জয়ের ম্যাচে নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপাবেন। কথা রাখলেন সিন্ধু।
নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি। চিনা প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি হায়দরাবাদি শাটলার।
এক ঘণ্টারও কম সময়ে, ৫৩ মিনিটে ২১-১৩, ২১-১৫ গেমে জিতে যান সিন্ধু। সব ছবি সৌজন্যে- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -