India vs Zimbabwe, ODI: ভারত-জিম্বাবোয়ে ওয়ান ডে ফর্ম্য়াটের দ্বৈরথে সর্বাধিক রান সংগ্রাহক কে?
জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে মোট ৩৪টি ম্যাচ খেলে ১৩৭৭ রান করেছেন সচিন তেন্ডুলকর। তিনি ২ দেশের সাক্ষাতে সর্বাধিক রানের মালিক ৫০ ওভারে ম্যাচে। রয়েছেন ৫টি সেঞ্চুরি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় দ্বিতীয় স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ৩৬টি ম্যাচে ১৩৬৭ রান করেছেন। শতরান হাঁকিয়েছেন ৩টি।
জিম্বাবোয়ে ক্রিকেটের অন্যতম কিংবদন্তি মানা হয় হিথ স্ট্রিককে। তিনিও এই তালিকায় রয়েছেন। এই অলরাউন্ডার মোট ৩৫টি ম্যাচে ৫৩২ রান করেছেন।
জিম্বাবোয়ের আরেক প্রাক্তন অলরাউন্ডার অ্যালিস্টার ক্যাম্বেল ৩৮টি ম্যাচ খেলে মোট ১২২৭ রান করেছেন। সঙ্গে রয়েছে ১টি সেঞ্চুরিও।
গ্রান্ট ফ্লাওয়ারও ৩৮টি ম্যাচ খেলে মোট ১১৬৫ রান করেছেন। তিনি প্রথম পাঁচে রয়েছেন। তাঁর ঝুলিতেও ১টি সেঞ্চুরি।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান কোচ রাহুল দ্রাবিড় তালিকায় ষষ্ঠ স্থানে। ৩২ ম্যাচে ৮৮৫ রান করেছেন দ্রাবিড়।
প্রাক্তন ভারতীয় ব্যাটার অজয় জাদেজা ১৯টি ম্যাচ খেলে ৬৫৬ রান করেছেন। ১টি শতরানও করেছেন।
১৫ ম্যাচে ৫০৫ রান করেছেন যুবরাজ সিংহ। তিনিও ১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ান ডে ফর্ম্যাটে জিম্বাবোয়ের বিরুদ্ধে।
তালিকায় ১০ নম্বরে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। তিনি ২২ ম্যাচে ৪৯৮ রান করেছেন। ঝুলিতে রয়েছে ১টি শতরান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -