T20 WC Bowling Record: সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক ঝলকে টুর্নামেন্টের ইতিহাসে সেরা পাঁচ বোলিং ফিগার
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ১৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন অ্যাডাম জাম্পা। তিনি এই তালিকায় রয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডারের আফিফ হোসেন, শামিম হোসেন, মেহদি হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের উইকেট তুলে নিয়েছিলেন এই অজি লেগি।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে নেদারল্যান্ডসের পেসার আহশান মালিক নিজের ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন।
২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে নিজের তিন ওভারে মাত্র ৬ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন উমর গুল।
উমর গুলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯৯ রানে গুটিয়ে গিয়েছিল কিউয়িরা। যে রান ১৩.১ ওভারেই তাড়া করে পৌঁছে যায় পাকিস্তান। সে বছর বিশ্বকাপও জিতেছিল পাক দল।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিধ্বংসী বোলিং করেছিলেন লঙ্কা স্পিনার রঙ্গনা হেরাথ। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে মাত্র ৩ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
সেদিন হেরাথের শিকার হয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম, রস টেলর, লুক রোঞ্চি, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট।
প্রাক্তন লঙ্কা স্পিনার অজন্তা মেন্ডিসও রয়েছেন এই তালিকায়। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
পুরো টুর্নামেন্টে মোট ১৫ উইকেট নিয়েছিলেন মেন্ডিস। তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদে ফাইনালেও পৌঁছেছিল শ্রীলঙ্কা। কিন্তু ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে যায় তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -