Asia Cup Record: নেই কোনও ভারতীয়, এশিয়া কাপের সেরা ৫ বোলার কে কে?
শ্রীলঙ্কার প্রাক্তন ফাস্ট বোলার চামিন্ডা ভাস রয়েছেন তালিকায় শীর্ষস্থানে। তিনি ১৯৯৫ সাল থেকে এশিয়া কাপে খেলেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকটি ম্যাচে ২৬ রানের বিনিময় ৩ উইকেট নিয়েছিলেন আজমল। সেটিই এশিয়া কাপে তাঁর সেরা বোলিং ফিগার। বোলিং ইকনমি ৪.৫১।
আরেক প্রাক্তন লঙ্কা পেসার লাসিথ মালিঙ্গা রয়েছেন তালিকায় দ্বিতীয় স্থানে। তিনি ১২ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন।
৩ বার পাঁচ বা তার বেশি সংখ্যক উইকেট নিয়েছেন এশিয়া কাপে মালিঙ্গা। ৩৪ রানের বিনিময় ৫ উইকেট তাঁর টুর্নামেন্টে সেরা বোলিং ফিগার।
পাকিস্তানের প্রাক্তন স্পিনার সৈয়দ আজমলও রয়েছেন এই প্রথম পাঁচের তালিকায়। তিনি ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন।
শ্রীলঙ্কার বোলার অজন্তা মেন্ডিসও রয়েছেন এশিয়া কাপের সবচেয়ে সফল বোলারদর তালিকায় চতুর্থ স্থানে।
একসময়ে মিস্ট্রি স্পিনার নামে পরিচিত মেন্ডিস মাত্র ৮টি ম্যাচ খেলে ২৬ উইকেট নিয়েছিলেন। সেরা বোলিং ফিগার ১৩/৬।
কিংবদন্তি মুত্থাইয়া মুরলিথরন রয়েছেন তালিকায় পঞ্চম স্থানে। একবার ম্যাচে ৪ উইকেট ও একবার ৫ উইকেট নিয়েছিলেন মুরলি।
এশিয়া কাপে মোট ২৪টি ম্যাচ খেলেছেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ। ঝুলিতে পুরেছেন ৩০টি উইকেট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -