IND vs PAK: ওয়ান ডে-তে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান কোন ভারতীয় ব্য়াটারের?
এশিয়া কাপের আসর বসছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মাটিতে। ভারত তাঁদের এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে। খেলাটি হবে শ্রীলঙ্কায়। দ্বীপরাষ্ট্রে পাক দলের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ওয়ান ডে রান গৌতম গম্ভীরের ঝুলিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১০ এশিয়া কাপে ভারতের জয়ের অন্যতম কারিগর গম্ভীর। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। ১৯৯৭-২০০৪ পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচ শ্রীলঙ্কায় পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন সচিন।
মাস্টার ব্লাস্টার একটি অর্ধশতরান সহ মোট ৭৮ রান করেছেন পাক দলের বিরুদ্ধে লঙ্কা দ্বীপপুঞ্জে।
তালিকায় তৃতীয় স্থানে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
পাকিস্তানের বিরুদ্ধে ২০১০ এশিয়া কাপে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন কয়েকটি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ধোনি।
প্রিন্স অফ ক্যালকাটা ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে। তিনিও ১৯৯৭-২০০৪ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি ওয়ান ডে খেলেছেন।
সৌরভের ঝুলিতে রয়েছে ৩৯ রান। মোট ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
তালিকায় পঞ্চম স্থানে ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটে বলে সফল পাঠান।
একসময়ের ভারতের সেরা এই অলরাউন্ডার ২০০৪ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে লঙ্কা দ্বীপপুঞ্জে ৩৮ রানের ইনিংস খেলেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -