IND vs PAK: ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন এই পাঁচ ভারতীয়
সচিন তেন্ডুলকর তালিকায় সবার আগে রয়েছেন। ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ৫ ম্যাচ খেলেছেন মাস্টার ব্লাস্টার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোট ৭৮.২৫ গড়ে সচিন ৩১৩ রান করেছেন পাক দলের বিরুদ্ধে। সর্বােচ্চ ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে করা ঐতিহাসিক ৯৮ রান।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি পাকিস্তানের বিরুদ্ধে মোট ৩টি ম্যাচ খেলেছেন বিশ্বকাপে
মোট ৬৪.৩৩ গড়ে ১৯৩ রান ঝুলিতে পুরেছেন কোহলি পাকিস্তানের বিরুদ্ধে। ব্যক্তিগত সর্বোচ্চ ১০৭ রান।
পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি গড়ে বিশ্বকাপের মঞ্চে রান করেছেন রোহিত শর্মা। তিনি এবারের বিশ্বকাপে ভারতের অধিনায়কও।
মোট ৭৭.৫০ গড়ে ব্যাটিং করে ১৫৫ রান করেছেন হিটম্যান পাক দলের বিরুদ্ধে। ১৪০ তাঁর সর্বোচ্চ স্কোর।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচ খেলেছেন আজ্জু।
আজহার মোট ১১৮ রান করেছেন। গড় ছিল ৩৯.৩৩। একটি অর্ধশতরানও হাঁকিয়েছেন আজহার।
তালিকায় সবার শেষে প্রাক্তন মিডল অর্ডার ব্যাটার সুরেশ রায়না। তিনিও বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভাল পারফর্ম করেছেন।
২০২০ সালে অবসর নেওয়া রায়না ১১০ রান করেছেন বিশ্বকাপে পাক দলের বিরুদ্ধে। একটি অর্ধশতরানও হাঁকিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -