SAFF Championship: সাফ চ্যাম্পিয়নশিপে জ্বলে উঠতে পারেন যে ভারতীয় তারকা ফুটবলাররা
ভারতীয় ফুটবল দলের মিডফিল্ডে অন্যতম ভরসা ব্রেন্ডন ফার্নান্ডেজ। গোটা মাঠের অনেকটা জায়গা জুড়়ে খেলতে পারেন। পাসিং ফুটবলে দুর্দান্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বমানের ফুটবলারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছেন। ক্লাব ফুটবলে সাফল্য রয়েছে। স্কোর করার সুযোগ তৈরি করতে পারেন।
লালিয়াংজুয়ালা ছাংতে ভারতীয় ফুটবল দলের তরুণ সদস্য। অল্প সময়েই নজর কেড়েছেন। উইং ধরে খেলেন দ্রুত গতির সঙ্গে।
গোলের মুখ খুব ভাল চেনেন ছাংতে। গতির সঙ্গে স্কিল ও পাওয়ার ফুটবলও রয়েছে। প্রতিপক্ষের ডি বক্সের সামনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।
অবশ্যই এই তালিকায় মধ্যমণি সুনীল ছেত্রী। ভারত অধিনায়ক কিছুদিন আগে লেবাননের বিরুদ্ধেও গোল করে ভারতকে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতিয়েছেন।
প্রায় ২ দশকের ওপরে খেলছেন। লিডারশিপ কোয়ালিটি ছেত্রীর অন্যতম সম্পদ। দ্রুত বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারেন।
ভারতের ডিফেন্স লাইন আপকে নেতৃত্ব দেবেন সন্দেশ ঝিঙ্ঘান। শক্তি দিয়ে প্রতিপক্ষের আক্রমণকে তছনছ করার ক্ষমতা রাখেন। তিনিও নজরে থাকবেন।
অগাধ অভিজ্ঞতা রয়েছেন সন্দেশের। কখনও মাঝমাঠেও উঠে আসেন। সন্দেশের ফর্মে থাকা সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য ইতিবাচক দিক হবে
ভারতের তরুণ ফুটবলার অনিরুদ্ধ থাপা রয়েছেন তালিকায়। তাঁর গতিই অনিরদ্ধের সবচেয়ে বড় সম্পদ।
পায়ে স্কিল আছে অনিরুদ্ধের। অ্যাটাকিং এই মিডিও খেলা তৈরি করতে পারেন মাঝমাঠ থেকেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -