T20 Cricket: টি-টোয়েন্টিতে শতাধিকবার ৫০ রানের গণ্ডি পার করেছেন মাত্র দুই, কত নম্বরে রয়েছেন কোহলি?
টি-টোয়েন্টিতে 'ইউনিভার্স বস' ক্রিস গেলের রেকর্ডের অন্ত নেই। তিনিই প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করেছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তালিকাতেও তিনিই শীর্ষে। টি-টোয়েন্টিতে সর্বাধিক ১১০ বার ৫০-র গণ্ডি পার করেছেন গেল।
গেলের পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।
অজি তারকা ১০১ বার ৫০-র গণ্ডি পার করেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট সর্বোচ্চ রানের মালিক হলেও, এই তালিকায় তিনি তৃতীয় স্থানে।
গেল, ওয়ার্নারের থেকে খানিকটা পিছিয়েই কোহলি। টি-টোয়েন্টিতে তিনি ৯০ বার ৫০-র গণ্ডি পার করেছেন।
তালিকায় দ্বিতীয় অজি হলে দলের আরেক তারকা ওপেনার অ্যারন ফিঞ্চ।
অস্ট্রেলিয়ান অধিনায়ক বিশ ওভারের ফর্ম্যাটে ৮১ বার ৫০ বা তার বেশি রান করেছেন।
অজি অধিনায়কের পাশাপাশি ভারতীয় অধিনায়কও রয়েছেন এই তালিকায়।
টি-টোয়েন্টিতে ৭৮ বার অর্ধশতরানে গণ্ডি পার করার কৃতিত্ব রয়েছে রোহিতের দখলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -