Asia Cup: এশিয়া কাপের ওয়ান ডে ফর্ম্যাটে এবারই প্রথম খেলতে নামতে পারেন ভারতের এই পাঁচ ক্রিকেটার
জাতীয় দলের জার্সিতে নিজেকে ধীরে ধীরে অপরিহার্য করে তুলেছেন শুভমন গিল। ব্যাটিং স্টাইল, ধীরস্থির মানসিকতা, পরিণত ব্যাটিংয়ে সবার নজর কেড়েছেন তরুণ ডানহাতি ব্যাটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএশিয়া কাপে আগামীকাল ভারত খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। সেটাই হয়ত গিলের প্রথম এশিয়া কাপ ম্যাচও হবে।
আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। ঈশান কিষাণ ওপেনিংয়ে নেমে দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন।
টেকনিক ভাল, ব্যাকারণগত শটের বাইরেও নতুন ধরনের বেশ কিছু শট মারতে মারেন। সীমিত ওভারের ফর্ম্যাটের জন্য একেবারে আদর্শ।
নজরে অবশ্যই থাকবেন শ্রেয়স আইয়ার। তিনিও এই টুর্নামেন্টে প্রথমবার এশিয়া কাপ খেলতে চলেছেন। চার নম্বর ব্যাটিং পজিশনে দলের ভরসা।
চোট সারিয়ে ফিরে এসে কতটা ভরসা জোগাতে পারেন জাতীয় দলকে, তার দিকেই সবার তাকিয়ে থাকবেন। প্রথম ম্যাচ থেকেই একাদশে নিশ্চিত সুযোগ পাবেন শ্রেয়স।
মহম্মদ শামির পাশে মহম্মদ সিরাজের দিকে লক্ষ্য থাকবে পেস বোলিং বিভাগে। গত কয়েক বছরে দলের প্রধান পেস অস্ত্র হয়ে উঠেছেন এই হায়দরাবাদি তরুণ।
তিন ফর্ম্যাটেই ধারাবাহিকভাবে ভাল পারফরর্ম করে চলেছেন সিরাজ। দুদিকেই স্যুইং করানোর ক্ষমতা রাখেন সিরাজ।
তালিকায় থাকবেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণও। টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে আয়ারল্যান্ড সিরিজে। এবার এশিয়া কাপেও কি অভিষেক হবে?
২৭ বছরের এই পেসার ২০২১ সালে ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলে অভিষেক করেন। ঝুলিতে রয়েছে ১৪ ম্যাচে ২৫ উইকেট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -