Football Summer Transfer: এ বারের ট্রান্সফার উইন্ডোতে সর্বোচ্চ দামে দলবদল করেছেন কারা?
নতুন মরশুমের আগে লিভারপুলের একাধিক তারকা মিডফিল্ডার দল ছেড়েছেন। তাই তিন নতুন মিডফিল্ডারকে দলে নিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব। এদের মধ্যে অন্যতম হলেন ডমিনিক সবজ়লাই। তাঁকে ৭০ মিলিয়ন ইউরোতে দলে নিয়েছে লিভারপুল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দল ছেড়ে বছরের শুরুতেই সৌদিতে পাড়ি দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর বদলে দলে স্ট্রাইকারের প্রয়োজন ছিল। ম্যান ইউনাইটেড ৭৫ মিলিয়ন ইউরোতে রাসমাল হোয়জুল্যান্ডকে তাই দলে নেয়।
মরশুম শুরুর আগে চেলসি একগুচ্ছ ফুটবলারকে বিক্রি করে। কাই হ্যাভার্টসও তাঁদের মধ্যে অন্যতম। হ্যাভার্টসকে ৭৫ মিলিয়নে দলে নেয় লন্ডনেরই আরেক ক্লাব আর্সেনাল।
সৌদি আরবে চলতি মরশুমে একাধিক তাড়া পাড়ি দিয়েছেন। নেমারও রয়েছেন সেই তালিকায়। তিনি পিএসজি ছেড়ে ৯০ মিলিয়ন ইউরোতে সৌদির আল হিলালে যোগ দিয়েছেন।
গত মরশুমের ট্রেবলজয়ী ম্যান সিটি এ মরশুমে ২১ বছর বয়সি জাস্কো গুয়ার্দিওলকে দলে নিয়ে রক্ষণের শক্তি বাড়িয়েছে। লাইপজিঙ থেকে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ৯০ মিলিয়ন ইউরোতে সিটিতে এসেছেন।
একই মরশুমে মেসি ও নেমারকে হারানোটা নিঃসন্দেহে প্যারিস সঁ জরমেঁর জন্য বড় ধাক্কা। শেষ মুহূর্তে তাই তরুণ ব়্যান্ডাল কোলো মুয়ানিকে ৯৫ মিলিয়ন ইউরোর বদলে সই করায় পিএসজি।
রবার্ট লেওয়ানডস্কি আগের মরশুমেই দল ছেড়েছিলেন। সাদিও মানেও এ মরশুমে সৌদিতে রওনা দিয়েছেন, তাই বায়ার্ন মিউনিখ যে এক স্ট্রাইকারকে সই করাবে, তা কার্যত নিশ্চিতই ছিল। তাঁরা ক্লাব রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর পরিবর্তে প্রিমিয়ার লিগের অন্যতম সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেনকে দলে নেয়।
বর্তমান বিশ্বের সেরা তরুণ মিডফিল্ডারদের মধ্যে জুড বেলিংহ্যামকে রাখতেই হবে। তাঁর জন্য দলবদলের বাজারে প্রবল দর কষাকষি হয়। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ তাঁকে ১০৩ মিলিয়ন ইউরোতে দলে নেয়। ইতিমধ্যেই লা লিগার প্রথম মাসের সেরা খেলোয়ড় হয়ে নিজের প্রতিভার হালকা ঝলক দেখিয়ে দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার।
মোজ়েজ কাইসেডোকে দলে নেওয়ার জন্য প্রবল লড়াই হয় লিভারপুল ও চেলসির মধ্যে। ব্রাইটন কাইসেডোর জন্য লিভারপুলের প্রস্তাব মেনে নিলেও, তরুণ মিডফিল্ডার নিজে চেলসিতে যোগ দিতে আগ্রহী ছিলেন। শেষমেশ তাঁকে ১১৬ মিলিয়ন ইউরোতে দলে নেয় ব্লুজ়রা।
তালিকার শীর্ষে আরেক মিডফিল্ডার ডেকলান রাইস। ২৪ বছর মিডফিল্ডার আর্সেনালের প্রধান টার্গেট ছিলেন। তাঁর জন্য ক্লাব রেকর্ড ১১৬.৬ মিলিয়ন ইউরো খরচ করতে হয় গানার্সদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -