Valentines Week Special: বিয়ের আগেই ভেঙে গিয়েছিল বিরাট-অনুষ্কার সম্পর্ক, জোড়া লাগল কীভাবে?
চলছে ভালবাসার সপ্তাহ। যে সপ্তাহে আমরা আপনাদের সামনে তুলে ধরছি খেলার মাঠের ভারতীয় তারকাদের প্রেমকাহিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) - অমর হয়ে রয়েছে যাঁদের প্রেম ও বিয়ে। একজন আধুনিক ক্রিকেটের সেরা মুখ। অন্যজন বলিউডের হার্টথ্রব। মাঠে ভয়ঙ্কর পেসারকে বাউন্ডারির বাইরে ফেলে সেঞ্চুরি করে গ্যালারিতে বসা অনুষ্কার দিকে চুম্বন ছুড়ে দিচ্ছেন কোহলি - ভারতীয় ক্রিকেটে অমর হয়ে রয়েছে সেই দৃশ্য।
কিন্তু অনেকেই জানেন না যে, বিয়ের এক বছর আগে বিচ্ছেদ হয়ে গিয়েছিল কোহলি ও অনুষ্কার!
তাঁদের জনপ্রিয়তা এমনই তুঙ্গে যে, অনুরাগীরা একসঙ্গে ভালবেসে ডাকেন বিরুষ্কা। তবে বিরাট-অনুষ্কার প্রেমকাহিনিতেও রয়েছে ট্যুইস্ট। মসৃণ ছিল না দুজনের সম্পর্কের গোটা পথ। প্রতিকূলতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ছাড়াছাড়ি হতে বসেছিল।
একটা সময় বিরাট ও অনুষ্কার বিচ্ছেদ হয়ে গিয়েছিল। ঘনিষ্ঠ বৃত্তে থাকা সকলে ধরেই নিয়েছিলেন যে, আর মনে হয় চার হাত এক হল না। কিন্তু অন্যরকম কিছু ঠিক করে রেখেছিল নিয়তি। শেষ পর্যন্ত বিরাট-অনুষ্কার বিয়ে সম্পন্ন হয়।
কিন্তু ২০১৬ সালে এমন কী হয়েছিল যে, সম্পর্কে ইতি টানার পথে হেঁটেছিলেন বিরাট ও অনুষ্কা?
২০১৬ সালে জল্পনা ছড়িয়ে পড়ে যে, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সম্পর্কে ভাঙন ধরেছে। ঠিক কী কারণে দুই তারকা দুই পৃথক পথে এগনোর সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা নিয়ে বিরাট বা অনুষ্কা কখনওই মুখ খোলেননি। কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বিয়ে করা নিয়ে মতবিরোধ হয়েছিল দুজনের।
সেই জল্পনা আরও বেড়ে গিয়েছিল কারণ, ইনস্টাগ্রামে বিরাট কোহলি অনুষ্কা শর্মাকে আনফলো করে দেন। যার থেকে তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা আরও গাঢ় হয়। দুই তারকার ঘনিষ্ঠ বৃত্তে থাকা অনেকেই স্বীকার করে নিয়েছিলেন যে, তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।
জানা যায়, ২০১৬ সালে অনুষ্কাকে বিয়ের প্রস্তাব দেন কোহলি। কিন্তু দ্বিধায় পড়ে যান সেই সময় বলিউডে নিজের জায়গা পাকা করার লড়াইয়ে থাকা অনুষ্কা। সেই থেকেই মতভেদ। এবং তা থেকেই নাকি দুজনে সিদ্ধান্ত নেন সম্পর্কে ইতি টানার।
শোনা যায়, এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে হাজির হন শাহরুখ খান। তাঁর মধ্যস্থতাতেই নাকি জট কাটে। শেষ পর্যন্ত ২০১৭ সালের ১১ ডিসেম্বর জমকালো বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন দুজনে। বিরাট-অনুষ্কার এক কন্যা সন্তানও রয়েছে। মেয়ে ভামিকাকে নিয়ে এখন ভীষণ খুশি তারকা দম্পতি। (ছবি - বিরাট কোহলির ফেসবুক থেকে নেওয়া)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -