Valentine’sDay 2024: প্রেমের সুরে জমে উঠুক V Day ! গানের প্লে লিস্টে থাক এই রোম্যান্টিক দশ
তুম সে হি - জব উই মেটের এই গান ভ্যালেনটাইনস ডে-এর একেবারে আইডিয়াল। গানটির ভিসুয়ালসও অনেকের কাছে প্রিয়। এই গানের সুরে বেঁধে ফেলুন দিনটির আমেজ।(ছবি সৌজন্য - এক্স)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুভানআল্লাহ - দীপিকা পাডুকোন ও রণবীর কপূরের প্রেমের কাহিনি নিয়ে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। ওই সিনেমা থেকেই বেছে নিতে পারেন ‘শুভানআল্লাহ’। রাখতে পারেন ভি ডে-এর প্লে লিস্টে।(ছবি সৌজন্য - এক্স)
কাফিরানা - প্রেম দিবসে অরিজিৎ সিং মাস্ট। তাই ভি ডে-এর প্লে লিস্টে নিখিতা গান্ধীর সঙ্গে এই ডুয়েট গানটিও রাখতে পারেন। (ছবি সৌজন্য - এক্স)
তুঝ মে রব দিখতা হ্যায় - অনুষ্কা শর্মার ডেবিউতেই শাহরুখের সঙ্গে রোম্যান্স। প্লে লিস্টে থাকলে ভ্যালেনটাইনস ডে-এর আবহ বদলে দেবে এই গান। (ছবি সৌজন্য - এক্স@SRKUniverse)
পিউ বোলে - ২০০৫ সালের সিনেমা পরিনীতা সিনেমার গান। পিউ বোলের রোম্যান্টিক কথোপকথনের জন্য গানটি আজও জনপ্রিয়। ভি ডে গানের তালিকায় থাক এটিও। (ছবি সৌজন্য - এক্স)
জালিমা - রইসের এই গানটি অরিজিৎ সিং ও হর্ষদীপ কৌরের গলায় আলাদা মাত্রা পেয়েছে। ভি ডে-এর তালিকায় অনায়াসে রাখতে পারেন এই গান। (ছবি সৌজন্য - এক্স)
চুরা লিয়া হ্যায় তুমনে যো দিল কো - ১৯৭৩ সালের রিলিজ ‘ইয়াদোঁ কি বরাত’। জিনাত আমনের এই সিনেমার বিখ্যাত গান ‘চুরা লিয়া হ্যায় তুমনে যো দিল কো’। আশা ভোঁসলে ও মহম্মদ রফির এই গানও থাক প্লে লিস্টে। (ছবি সৌজন্য - এক্স)
মেরি সামনেওয়ালি খিড়কি - রোম্যান্টিক গান বাছতে হলে কিশোর কুমারকে বাদ দেওয়া যায় না। পড়োসন সিনেমা থেকে ‘মেরি সামনেওয়ালি খিড়কি’ গানটি বেছে নিতে পারেন প্রেম দিবসে। (ছবি সৌজন্য - এক্স)
আফ্রিন আফ্রিন - ভ্যালেনটাইনস ডে-তে প্রেমিকার তারিফ মাস্ট। গানের সুরেই সেটি করে ফেলুন। রাহাত ফতেহ আলি খান ও মোমিনা মুসতেহানের এই গানটি রাখুন প্লে লিস্টে। (ছবি সৌজন্য - এক্স@Coke Studio)
আগর তুম সাথ হো - অনেকেই ব্রেকআপ সং বলে থাকেন। কিন্তু অলকা ইয়াগনিক ও অরিজিতের সিংয়ের গলায় এই গান ভালবাসার অনুভূতি যেন গভীর করে। পাশাপাশি এ আর রহমানের সুরে আলাদা মাত্রা পেয়েছে গানটি। (ছবি সৌজন্য - এবিপি লাইভ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -