Vijay Hazare Trophy 2021: বাংলাকে ৫ উইকেটে হারাল চণ্ডীগড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Feb 2021 12:06 AM (IST)
1
বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
মঙ্গলবার ইডেন গার্ডেন্সে অনুষ্টুপ মজুমদারদের ৫ উইকেটে হারিয়ে দিল চণ্ডীগড়।
3
প্রথমে ব্যাট করে বাংলা তোলে ২৫৩/৯।
4
শ্রীবৎস গোস্বামী ও অভিমন্যু ঈশ্বরণ দুজনই ৩৫ রান করে আউট হন।
5
৬৬ বলে ৫৯ রান করেন শাহবাজ আমেদ। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার।
6
শাহবাজের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা।
7
সেট হয়েও বাংলার বেশিরভাগ ব্যাটসম্যান বড় রান করতে পারেননি।
8
জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় চণ্ডীগড়।
9
৯৫ বলে ৮৮ রান করেন আর্শনাল খান। ৭১ রান শিবম ভামব্রির।
10
বাংলার বোলারদের মধ্যে আকাশ দীপ ২ উইকেট নিলেও লাভ হয়নি। ছবি: সিএবি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -