Mohammed Shami: সে ছিল এক সুখের সময়, আজ সবই অতীত...কিন্তু কেন?
বিশ্বকাপে দুরন্ত ফর্মে মহম্মদ শামি। ভারতীয় দলের তারকা পেসার চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র ৬ ম্যাচ খেলে সর্বাধিক ২৩ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটুর্নামেন্টে শুরুর থেকে না খেললেও সুযোগ পাওয়ার পর থেকেই তিনটি ম্যাচে পাঁচ উইকেট করে নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন শামি। ভারতের বোলারদের মধ্যে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেটের মালিকও তিনি এখন।
মাঠের ভেতরে শুধু নয় অবশ্য, মাঠের বাইরেও একটা লড়াই লড়তে হচ্ছে শামিকে প্রতিনিয়ত। যেখানে নিজের দাম্পত্য জীবনের অশান্তির সম্মুখিন হতে হয়েছে তাঁকে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে।
২০১৪ সালে পেশায় চিয়ারলিডার হাসিন জাহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শামি। যদিও তাঁদের দাম্পত্য জীবন ৪ বছরের বেশি সুখী হয়নি। ২০১৮ সালেই শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে এফআইয়ার করেন হাসিন।
আলিপুর আদালত ভারতীয় পেসারের বিরুদ্ধে শর্তসাপেক্ষে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ২০১৯ সালের সেপ্টেম্বরে। হাসিন শামির বিরুদ্ধে এমন অভিযোগও এনেছিলেন যে একাধিক মহিলার সঙ্গে নাকি তাঁর সম্পর্ক রয়েছে।
দাদার বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন শাহিন। ২০১৮ সালের মার্চে দাবি করেছিলেন, তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিলেন শামির দাদা। আর এতে মদত দিয়েছিলেন শামি।
শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের মত গুরুত্বপূর্ণ অভিযোগও জানিয়েছিলেন হাসিন। যদিও পরে এক সাক্ষাৎকারে শামি জানিয়েছিলেন যে ম্যাচ ফিক্সিং করার কথা ভাবার থেকে তিনি ফাঁসিতে ঝুলতে রাজি থাকবেন।
শামির বিরুদ্ধে আরও অভিযোগ এনেছিলেন হাসিন। পাকিস্তানের এক মডেল আলিশবার সঙ্গে নাকি গভীর সম্পর্ক ছিল ভারতীয় পেসারের ও তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন, এমন অভিযোগও জানিয়েছিলেন। তবে সেই মডেলই পরে এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেছিলেন।
গত পাঁচ বছর ধরে শামি-হাসিনের দাম্পত্য কলহ চলছে। ভারতীয় পেসার এরমধ্যে আত্মহত্যার কথাও ভেবেছিলেন একবার। যদিও পরে ফিরে এসেছিলেন ২২ গজে দাপটের সঙ্গে।
গত সোমবার আলিপুর আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় যে শামিকে মাসিক ৫০ হাজার টাকা আর্থিক খরপোশ দিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -