IND U19: যুব বিশ্বকাপে নজর কেড়েছেন যে তরুণ ভারতীয় ক্রিকেটাররা
ভারতের হয়ে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় পাওয়া অলরাউন্ডার রাজ অঙ্গদ বাওয়া। ভারতের ৬টি ম্যাচের মধ্যে ২টিতে ম্যান অব দ্য ম্যাচ ছিলেন এই খেলোয়াড়। ব্যাটিংয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬৩ গড়ে ২৫২ রান করেছিলেন। এছাড়া ঝুলিতে পুরে নিয়েছেন ৯ উইকেট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলার রবি কুমার ১০ উইকেট নিয়েছেন বিশ্বকাপে। বাংলাদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন।
এই পুরো বিশ্বকাপে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের ওপেনার আংকৃশ রঘুবংশী। একই সময়ে, তিনি ভারতীয় দলের হয়ে লিড স্কোরার হয়েছেন। আংক্রিশ এই টুর্নামেন্টে ২৭৮ রান করেছেন।
রবি বিশ্বকাপের ফাইনালে ৪ উইকেট নেন। বাংলার এই তরুণ পেসার তাঁর অনবদ্য পারফরম্যান্সের জন্য রঞ্জি স্কোয়াডেও ঢুকে পড়তে পারেন
যুব বিশ্বকাপে ভারতের অধিনায়ক যশ ধূলের কথা না বললেই নয়। ৭৬ গড়ে ২২৯ রান করেছেন তিনি।
যুব বিশ্বকাপে ভারতের স্পিন আক্রমণের নেতৃত্ব দিয়েছেন ভিকি ওস্টওয়াল। মাত্র ৩.৬৩ ইকোনমি রেটে মোট ১২ উইকেট তুলে নিয়েছেন তিনি।
শেখ রাশিদের কথাও বলতে হয়। তিনি দলের সহ অধিনায়ক ছিলেন। ৪ ম্যাচে ৫০ এর ওপর গড়ে ২০১ রান করেছেন তিনি।
আইসিসি প্রতিযোগিতার যে সেরা একাদশ বেছে নিয়েছে। সেই দলেও অধিনায়ক নির্বাচিত করা হয়েছে যশকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -