Health Tips: কোন কোন খাবারের সঙ্গে আমন্ড বাদাম খেতে পারবেন?
স্বাস্থ্যের উপকারে প্রতিদিনের খাবারের তালিকায় রাখা দরকার আমন্ড বাদাম (Almond)। রোজ একমুঠো করে আমন্ড বাদাম খেলে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বাড়ে, তেমনই শরীরের নানা ঘাটতি পূরণ করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেক সময়ই কীভাবে আমন্ড বাদাম খাবেন, সে সম্পর্কে বুঝতে পারেন না বহু মানুষ। শুধু এই বাদাম ভিজিয়ে খাবেন নাকি অন্য কিছুর সঙ্গেও খাওয়া যায়, তা জানা থাকে না। কীভাবে রোজকার খাবারের তালিকায় আমন্ড বাদাম যোগ করবেন, সে সম্পর্কে পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মহিলাদের জন্য অত্যন্ত উপকারী আমন্ড বাদাম। প্রতিদিনের খাবারের তালিকায় রাখলে স্তন ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে। তবে, চিকিৎসকদের মতে, আজকের দিনে স্তন ক্যানসারের সমস্যা শুধুই মহিলাদের হয় এমন নয়। পুরুষদের মধ্যেও স্তন ক্যানসারের সমস্যা দেখা দেয়। তাই এই মারণ রোগ প্রতিরোধ করতে প্রতিদিন এক মুঠো করে আমন্ড বাদাম খাওয়া দরকার।
ত্বকে বয়সসের ছাপ পড়তে দেয় না আমন্ড বাদাম। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, জিঙ্ক এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকের নানা অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে। ব্রণ, অ্যাকনের সমস্যা দূর করে। শুষ্ক ত্বকের সমস্যা কমায়। ত্বকের জেল্লা ফেরাতেও আমন্ড বাদামের জুড়ি মেলা ভার।
ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আমন্ড বাদাম। যাঁরা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, তাঁরা প্রতিদিন খাবারের তালিকায় এই বাদাম রাখুন। ওজন নিয়ন্ত্রণে রাখবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং পুষ্টিকর উপাদান। চটজলদি এনার্জি বাড়াতে সাহায্য করে আমন্ড।
রক্তচাপের সমস্যায় ভোগা ব্যক্তিদের অবশ্যই খাবারের তালিকায় রাখা দরকার আমন্ড বাদাম। এমনটাই মত বিশেষজ্ঞদের। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। কিডনি ফেলিওরের সমস্যা প্রতিরোধ করে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাড় মজবুত রাখতে সাহায্য করে আমন্ড বাদাম। এর জন্য প্রতিদিন এক কাপ করে আমন্ড বাদামের দুধ খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।
বিশেষজ্ঞদের মতে, নানাভাবে খাবারের সঙ্গে যোগ করতে পারেন আমন্ড বাদাম। সারারাত ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন। চিকেনের রেসিপি থেকে অন্যান্য যেকোনও খাবারের সঙ্গেই এই বাদাম যোগ করতে পারেন।
রান্নার স্বাদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের নানা উপকার করে (Almond Health Benefits)। পোহা, স্যালাড কিংবা মিল্কশেকের সঙ্গে আমন্ড বাদাম মিশিয়ে খেতে পারেন।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -