AC Mode in Rain: বর্ষায় AC ঠিক রাখবে রিমোটের এই বাটন, কমাবে বিদ্যুতের বিলও! ব্যবহার করেন?
প্রবল গরমে অনেকেই এসি ব্য়বহার করেন। এখন সেই প্রবল গরম নেই, বর্ষা এসেছে। সূর্যের তেমন তাপ না থাকলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম থাকে এই সময়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্ষায় এসি ব্যবহারের সঙ্গে গরমকালে এসি ব্য়বহারের মধ্যে পার্থক্য রয়েছে। বর্ষাকালে আর্দ্র আবহাওয়ায় ঠিকমতো এসি ব্য়বহার না করলে ঠান্ডা ঠিক মতো হয় না।
বর্ষার সময় তাহলে কীভাবে এসি ব্য়বহার করবেন? কোন মোড ব্যবহার করবেন? এসি ভাল রাখতে এই সময় বেশ কিছু দিকে নজর দিতেই হয়।
এসির রিমোটে Mode Selection করা যায়। ওই বোতাম টিপে এসির মোড বদল করা যায়। এক একসময়ের জন্য এক একরকম মোড কার্যকরী। বর্ষার সময়ের জন্য়ও রয়েছে একটি বিশেষ মোড।
এসিতে ড্রাই মোড- নামে একটি সুবিধা রয়েছে। এটি ব্য়বহার করলে ঘরের ভিতরের আর্দ্রতা কমে। পাশাপাশি ঘরও ঠান্ডা হবে। ভেজাভাব থাকবে না।
এসি কোন তাপমাত্রায় চালানো হবে তার উপর অনেককিছু নির্ভর করে। এসির উপর চাপ পড়বে কম, বিদ্যুতের সাশ্রয়ও হবে। ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সময় এসি চালাতে পারেন।
বর্ষায় আর্দ্রতার সমস্যা দেখা যায়। তাই যখন এসি বন্ধ থাকবে তখন ঘরের হাওয়া চলাচল ঠিকমতো হয় সেটা দেখতে হবে। নয়তো ঘরে ছত্রাক জমতে পারে।
এসির রিমোটে টাইমার অপশন থাকে। এই বর্ষায় সময় টাইমার ব্য়বহার করতে পারেন। আধঘণ্টা, ১ ঘণ্টা না অন্য কোনও সময়- সিলেক্ট করলে ততক্ষণ এসি চলে তারপর নিজেই বন্ধ হয়ে যাবে।
টাইমার ব্যবহার করলে এসির ব্যবহার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। ঘর খুব বেশি ঠান্ডা হয়ে যায় না। নির্দিষ্ট সময় পরে নিজে থেকেই এসি বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগও অনেকটা বাঁচে।
ঘরের মিটার কানেকশনে নির্দিষ্ট লোড থাকে। সেই লোডের ভিত্তিতে কটা এসি চালানো যাবে, সেটা দেখে নেওয়া প্রয়োজন। প্রয়োজনীয় লোড নিয়ে তবেই এসি চালানো উচিত। নয়তো একদিকে যেমন বিদ্যুৎ-বিভ্রাট হতে পারে। তেমনই ভোল্টেজ এদিক-ওদিক হলে এসি মেশিন খারাপও হয়ে যেতে পারে। সব ছবি: PTI, Pexels
- - - - - - - - - Advertisement - - - - - - - - -