ATM Fraud এটিএম প্রতারণার শিকার হতে না চাইলে এই সতর্কতাগুলি মেনে চলুন
এটিএম জালিয়াতির ঘটনা গত কয়েক বছর ধরেই বেড়ে চলেছে। সাইবার ঠগবাজরা নানাভাবে প্রতারণা করে থাকে। প্রতারকরা মানুষের এটিএম পিন চুরি করে এবং এটিএম ক্লোন করে গ্রাহকের অ্যাকাউন্ট খালি করে দেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগ্রাহকদের সতর্ক করার জন্য প্রায়ই সময়ে সময়ে সতর্কতা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক সহ দেশের অন্যান্য ব্যাঙ্ক। এটিএম ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করে প্রতারণা এড়ানো সম্ভব।
টাকা তোলার জন্য এটিএম মেশিনের যে জায়গায় কার্ড ঢোকাচ্ছেন, তা ভালো করে পরখ করে নিন। কারণ, প্রায়ই জালিয়াতরা সেখানে ক্লোনিং ডিভাইস রেখে কার্ড স্ক্যান করে নেয়।
এটিএম পিন নম্বর প্রবেশ করার আগে, কীপ্যাডটি সাবধানে পরীক্ষা করে দেখুন সেখানে ক্যামেরা বা চিপ আছে কিনা।
আপনার এটিএম পিন নম্বর প্রবেশ করার সময় অন্য হাত দিয়ে কীপ্যাড ঢেকে রাখুন।
আপনি যদি আপনার কার্ডটি কোথাও সোয়াইপ করেন, তাহলে প্রথমে দেখে নিন পিওএস মেশিনটি কোন ব্যাঙ্কের। একইসঙ্গে সোয়াইপ করার জায়গা এবং কীপ্যাড ভালো করে পরীক্ষা করুন।
ম্যাগনেটিক কার্ডের পরিবর্তে একটি চিপ-ভিত্তিক কার্ড ব্যবহার করুন কারণ কার্ডটি স্ক্যান করা বা ক্লোন করা হলে এটি এনক্রিপ্ট করা তথ্য দেবে।
আপনার কার্ডের বিবরণ অন্য কোনও ওয়ালেটে রাখবেন না। - যদি পিওসি মেশিন কেনাকাটার সময় ওটিপি ছাড়াই লেনদেন করে, তাহলে ব্যাঙ্ক থেকে ওটিপির মাধ্যমে লেনদেন কার্ড ইস্যু করান।
টাকা তোলার জন্য যতটা সম্ভব রক্ষীর দ্বারা নিরাপত্তা প্রদান করা এটিএম ব্যবহার করা উচিত।
কার্ডে টাকা তোলার ঊর্ধ্বসীমা নির্ধারণ করে রাখুন যাতে প্রতারণার ঘটনা ঘটলে বিপুল পরিমাণ অর্থ তোলা সম্ভব না হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -