5G Smartphones: জুলাই মাসে ভারতে ১৫ হাজার টাকার কমে পাবেন এইসব স্মার্টফোন, দেখুন ছবিতে
ভারতে ৫জি ফোনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা এ দেশে ৫জি ফোন লঞ্চও করে ফেলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে সাধারণত দেখা যাচ্ছে যে ৫জি ফোনের দাম অন্যান্য স্মার্টফোনের তুলনায় কিছুটা বেশি। তাই হয়তো কেনার শখ থাকলেও পিছিয়ে যাচ্ছেন অনেকে।
কিন্তু চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে ভারতে আপনি বেশ কয়েকটি ৫জি ফোন কিনতে পারবেন ১৫ হাজার টাকার মধ্যে। শুনে বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখেই নিন তালিকা।
বেশ কয়েকটি নামি দামি সংস্থার স্মার্টফোনই রয়েছে এই তালিকায়। ফিচার এবং স্পেসিফিকেশনও বেশ নজরকাড়া।
রেডমি নোট ১০টি ৫জি- এই ফোনের দুটো ভ্যারিয়েন্ট রয়েছে। রেডমি নোট ১০টি ৫জি ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি- এই ফোনেরও রয়েছে দুটো ভ্যারিয়েন্ট। স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। আর এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা।
পোকো এম৪ প্রো ৫জি- পোকোর এই ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,০৪৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,০৬৯ টাকা।
রিয়েলমি নারজো ৩০ ৫জি- রিয়েলমি সংস্থার এই ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এছাড়াও রিয়েলমি নারজো ৩০ ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৯৯৯ টাকা।
উপরের ফোনগুলোর সবকটি ভ্যারিয়েন্ট ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া না গেলেও, বেস ভ্যারিয়েন্টের দাম ১৫ হাজার টাকার মধ্যে রয়েছে।
অতএব ৫জি ফোন কেনার চিন্তাভাবনা থাকলে এই ফোনগুলো একবার দেখে নিতেই পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -