ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা, রিয়েলমি এবং আইকিউওও সংস্থার একাধিক ফোন, কবে কোন ফোন লঞ্চ হবে?
আগামী সপ্তাহে ভারতে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। অর্থাৎ চলতি মাস সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে বেশ কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চ হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তালিকায় মোটোরোলা, রিয়েলমি এবং আইকিউওও সংস্থার ফোন রয়েছে। জানা গিয়েছে, মোটোরোলার দুটো, রিয়েলমির তিনটে এবং আইকিউওও সংস্থার একটি ফোন লঞ্চ হতে চলেছে।
সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে কোন কোন ফোন লঞ্চ হতে চলেছে সেগুলো একনজরে দেখে নেওয়া যাক। রইল তালিকা।
মোটোরোলা এজ ৩০ আলট্রা- আগামী ১৩ সেপ্টেম্বর মোটোরোলার এই ফোন লঞ্চ হবে ভারতে। এই ফোনে থাকতে চলেছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর এবং স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর।
মোটোরোলা এজ ৩০ ফিউশন- মোটোরোলা এজ সিরিজের এই ফোনও ১৩ সেপ্টেম্বরই ভারতে লঞ্চ হবে। এখানে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত P-OLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর।
রিয়েলমি নারজো ৫০আই প্রাইম- রিয়েলমির এই ফোনও ১৩ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনে একটি Unisoc T612 প্রসেসর, একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
রিয়েলমি সি৩০এস- ১৪ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৩০এস ফোন। এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। তার সঙ্গে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। image 7
রিয়েলমি জিটি নিও ৩টি- আগামী ১৬ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির এই ফোন। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ফোনে। দাম হতে পারে ৩০ হাজার টাকার আশপাশে।
আইকিউওও জেড৬ লাইট ৫জি- আইকিউওও সংস্থার এই ৫জি ফোন ভারতে লঞ্চ হবে ১৪ সেপ্টেম্বর। বিশ্বে সবার প্রথম এই ফোনেই থাকতে চলেছে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬ জিবি র্যাম এবং ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে এই ফোনে। দাম হতে পারে ১৫ হাজার টাকার মধ্যে।
উক্ত তালিকায় আলোচ্য ফোনগুলি লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা গেলেও, তাদের দাম সঠিক ভাবে জানা যায়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -